কুমিল্লা সিটি নির্বাচনে নিজেকে ‘বাজির ঘোড়া’ দাবি করলেন কায়সার
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নিজেকে 'বাজির ঘোড়া' দাবি করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ জানিয়েছেন মহানগর সেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সভাপতি নিজাম উদ্দিন কায়সার।
আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন নিয়ে কিছু দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি নির্বাচনের দিন আগামীকাল বুধবার কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণার দাবি জানান তিনি।
নিজাম উদ্দিন কায়সার ভোটের দিন ছুটির দাবি ছাড়াও ইভিএম থেকে ভোটের ফলাফল প্রিন্ট করার সুবিধার দাবি তোলেন। তিনি বলেন, নির্বাচনী এলাকায় সাধারণত ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অথচ কুসিক নির্বাচনে ভোটের দিন অফিস-আদালত খোলা। অফিস খোলা থাকলে ভোটার উপস্থিতি কম হবে। এতে নৌকার প্রার্থীর পক্ষে কাজ হবে।
কুসিক নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত ও সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী সাক্কু দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
মনিরুল হক সাক্কুকে সমর্থন দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে নিজাম উদ্দিন কায়সার বলেন, জীবন থাকতে নির্বাচন থেকে সরে দাঁড়াব না।
তার দাবি, ঘড়ি হচ্ছে নৌকার ডামি প্রার্থী। তাই ঘড়ি বা নৌকা কাউকেই ছাড় দেওয়া হবে না।
Comments