এবার পতেঙ্গায় কনটেইনার ডিপোতে আগুন, ছড়িয়ে যাওয়ার আগেই নির্বাপণ

নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে গত সপ্তাহের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সোমবার পতেঙ্গার একটি কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নির্বাপণ করে।

পতেঙ্গার কেইপিজেড ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. শহীদুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে পতেঙ্গার ভারটেক্স অফ-ডক লজিস্টিকস সার্ভিস লিমিটেড নামে একটি বেসরকারি কনটেইনার ডিপোতে আগুন লাগে।

এতে ওই ডিপো ও সংলগ্ন এলাকায় তখন আতঙ্ক ছড়িয়ে যায় উল্লেখ করে তিনি জানান, ভারটেক্স কনটেইনার ডিপোতে থাকা একটি তুলার কনটেইনারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করে।

তিনি বলেন, 'তুলাভর্তি কনটেইনারের দরজায় আগুন লেগে যায়। সে সময় বৃষ্টি হচ্ছিল। আগুন ছড়িয়ে যেতে পারেনি।'

তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলে উল্লেখ করেন মো. শহীদুল্লাহ। 
  

Comments