পারাবত এক্সপ্রেসে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না, অভিযোগ যাত্রীদের

৩ তদন্ত কমিটির কাজ শুরু
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পারাবত এক্সপ্রেস। ছবি: স্টার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। এমনকি, আগুন লাগার পর তা নেভানোর ব্যবস্থা না করে রেলকর্মীরা তড়িঘড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন বলে অভিযোগ করেছেন ওই ট্রেনের যাত্রীরা।

স্থানীয় পতনউষা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুন লাগার পর রেলের কেউ এগিয়ে আসেননি। ট্রেনে ছিল না আগুন নেভানোর কোনো যন্ত্র।'

দুর্ঘটনা কবলিত ট্রেনটির আরেক যাত্রী সাদেক মিয়া ডেইলি স্টারকে বলেন, 'ট্রেনটি শ্রীমঙ্গল ছাড়ার পর থেকেই পাওয়ার কারে সমস্যা হচ্ছিল। ট্রেনে অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না।'

তবে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ট্রেনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল। শুরুতে রেলের লোকজন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল, কিন্তু আগুন নেভেনি।'

ছবি: স্টার

মৌলভীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা ডেইলি স্টারকে বলেন, 'আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। পরে কমলগঞ্জ ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের পাওয়ার কার বগির জেনারেটর থেকে আগুনের সূত্রপাত।'

শমসেরনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার জামাল উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় সব মিলিয়ে প্রায় ৪ হাজার যাত্রী দুর্ভোগে পড়েন।'

এদিকে, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় ৩টি তদন্ত কমিটি করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ সিরাজ জিন্নাতকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। অপরদিকে, রেলওয়ের চিফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার অজয় পোদ্দারকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ের পরিবহন পরিদর্শক তোফিকুল আজিম।

ছবি: স্টার

তিনি ডেইলি স্টারকে বলেন, 'তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।'

এর আগে, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হককে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে মৌলভীবাজার জেলা প্রশাসন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ডেইলি স্টারকে বলেন, 'আজ রোববার সকাল ৯টা থেকে কমিটি তদন্ত শুরু করেছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।'

Comments