‘খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই’

পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে বক্তৃতা দিচ্ছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি: সংগৃহীত

রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি নানাভাবে দেশ ও সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের নেত্রী খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, তাই সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে তার অংশ নেওয়ার সুযোগ নেই। তারেক জিয়াও সাজাপ্রাপ্ত ও পলাতক তাই বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় না।

আজ শনিবার দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পঞ্চগড়-সান্তাহার রুটে আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের উদ্বোধন এবং স্টেশনের নবনির্মিত তোরণ, সংযোগ সড়ক ও কার পার্কিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রেলপথমন্ত্রী।

রেলপথমন্ত্রী আরও বলেন, 'আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা ছাড়া দেশ গড়ার কোনো দলগত পরিকল্পনা বিএনপির নেই। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের সমন্বয়ে তার দলের একটি ভিত্তি তৈরির চেষ্টা করেন। পরাজিত শক্তি এখনো সক্রিয় এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে।'

তিনি বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রেল যোগাযোগ আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। সে অনুযায়ী এবারের বাজেটে রেলপথ মন্ত্রণালয়ের জন্য ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা মন্ত্রণালয়ের অর্থ প্রাপ্তি অনুযায়ী পঞ্চম স্থান।'

রেল বিভাগ চট্টগ্রাম-কক্সবাজার, সিরাজগঞ্জ-বগুড়া, খুলনা-যশোর, খুলনা-মংলাসহ নতুন রেলপথ নির্মাণ করছে বলে জানান তিনি।

তিনি বলেন, 'অদূর ভবিষ্যতে পঞ্চগড়-বাংলা-বান্ধা রেলপথ নির্মিত হবে যা ভারতের সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে।'

রেলের টিকিট কালোবাজারি রোধে মন্ত্রী বলেন, 'অনলাইনে শতভাগ টিকিট বিক্রির কথা ভাবা হচ্ছে, যাতে মানুষ সহজেই বাড়ি থেকে টিকিট কিনতে পারে।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

3h ago