বাজেট ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা

স্টার অনলাইন গ্রাফিক্স

২০২২-২৩ অর্থবছরের সামগ্রিক বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। যা মোট জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। 

এর মধ্যে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা আসবে রাজস্ব আয় হিসেবে। 

ঘাটতি মোকাবিলায় বৈদেশিক উৎস থেকে ১ লাখ ৩ হাজার ৪৬ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ কোটি ৪১ লাখ ৮১৮ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। 

বৈদেশিক ঋণ হিসেবে ১ লাখ ১৬ হাজার ৪৬ হাজার কোটি ও অনুদান হিসেবে ৪ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে ১৭ হাজার কোটি টাকা ঋণ পরিশোধে ব্যয় হবে।

অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক থেকে ১ লাখ ১ হাজার ৮১৮ কোটি টাকা ঋণ এবং সঞ্চয়পত্রসহ অন্যান্য নন-ব্যাংকিং উত্স থেকে আরও ৪০ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

4h ago