ভারতে করোনার সংক্রমণ বাড়ছে, একদিনে শনাক্ত ৭২৪০

ছবি: হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া

ভারতে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, চলতি বছরের ২ মার্চের পর একদিনে সর্বোচ্চ শনাক্ত এটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। সেখানে বুধবার রাতে ১ হাজার ৭৬৫ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। যা মঙ্গলবারের তুলনায় বেড়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৭২৩ জন।

Comments

The Daily Star  | English
Adani

Adani, under bribery scrutiny, pressed by Bangladesh to reopen power deal

Bangladesh's interim govt has accused Adani Power of breaching a multi-billion-dollar agreement by withholding tax benefits

2h ago