টেক্সটাইলে হ্রাসকৃত কর সুবিধা বাড়ল ৩ বছর

তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। এ শিল্পখাতকে এগিয়ে নিতে আরও ৩ বছরের জন্য বিদ্যমান করহার ১৫ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে।

আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বর্তমানে তালিকা বহির্ভূত কোম্পানির জন্য ৩০ শতাংশ ও টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য ১৫ শতাংশ কর হার আগামী ৩০ জুন শেষ হবে। তবে নতুন প্রস্তাবে টেক্সটাইল খাত আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা পাবে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

9h ago