সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: আরও ৩ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড-বিস্ফোরণে দগ্ধ আরও ৩ জন আজ রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ১৯ জন সেখানে চিকিৎসাধীন আছেন।
আজ মঙ্গলবার ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
ডা. সামন্তলাল সেন বলেন, যে ১৯ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন তাদের মধ্যে ৩ জন ছাড়া বাকিরা শঙ্কামুক্ত।
বিষাক্ত গ্যাসের কারণে সবার চোখে সমস্যা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে তাদের চোখের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া একজনের করোনা শনাক্ত হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আশঙ্কাজনক অবস্থায় থাকা ৩ জন হলেন ফায়ার সার্ভিস কর্মী গাউসুল আজম (২৩), রবিন মিয়া (২৪) ও কাভার্ড ভ্যান চালক নজরুল ইসলাম মণ্ডল (৩৮)। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
Comments