ক্যাম্প সংলগ্ন পুকুরে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

পানিতে ডুবে
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পুকুরের পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ডি-ব্লক সংলগ্ন ক্যাম্পের বেষ্টনীর বাইরের একটি পুকুর থেকে ওই ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই ৩ শিশু হলো-২৬নং শালবাগান ক্যাম্পের মোহাম্মদ সাকেরের ছেলে কামাল সাদেক (৭), একই ক্যাম্পের নুরুল বাশারের ছেলে মোহাম্মদ ইয়াছার (৮) ও নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের মোহাম্মদ আইয়ুবের ছেলে মোহাম্মদ সাইফুল (১৪)।

এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, 'সাদেক ও ইয়াছার রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। সাইফুল সোমবার সকাল ১১টার দিকে পুকুরের পানিতে পড়ে যায়।'

আইনি প্রক্রিয়া শেষ করে টেকনাফ থানার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments