বসিলায় জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুর বসিলায় জুতা কারখানার আগুন নির্বাপণ করা হয়েছে। সোমবার রাত পৌনে ১টার দিকে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস আগুন নির্বাপণ করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

এর সাড়ে ১০টার দিকে বসিলা সড়কে র‍্যাব কার্যালয় সংলগ্ন ওই জুতা ফ্যাক্টরিতে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানিয়েছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ করছে।

আহম্মেদ ফুটওয়্যার নামের ওই ফ্যাক্টরি ৩ তলা একটি ভবনের ছাদে অবস্থিত বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ডাম্পিংয়ের কাজ চলছিল।

Comments