‘আমার ভাই বেঁচে ফিরেছে এটাই অনেক বড় পাওয়া’

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রকৌশলী আরিফ আল মামুন। তিনি সেখানে নির্বাহী প্রকৌশলী হিসেব কাজ করতেন।
ছোট ভাই আহমেদ গালিবের সঙ্গে হাসপাতালের বেডে আরিফ আল মামুন। ছবি: সঞ্জয় কুমার বড়ুয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রকৌশলী আরিফ আল মামুন। তিনি সেখানে নির্বাহী প্রকৌশলী হিসেব কাজ করতেন।

বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা আরিফ আল মামুন পরিবারের ৩ ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। তিনি কিছুদিন আগে বিয়ে করেছেন।

আরিফের ছোট ভাই আহমেদ গালিব দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাসপাতালে আমি আরিফের সঙ্গে কথা বলেছি। সে আমাকে বলেছে, 'আমি নতুন জীবন ফিরে পেয়েছি'।'

আরিফ আল মামুন বিএম কনটেইনার ডিপোতে ২ বছর ধরে কাজ করছেন।

আহমেদ গালিব আরও বলেন, 'আমার ভাই বেঁচে ফিরেছে এটাই অনেক বড় পাওয়া। আমরা এটা কল্পনাও করতে পারিনি।'

তিনি বলেন, 'ঘটনার সময় আরিফ আমাদের সঙ্গে কথা বলেছিল। সে বলেছিল, এখানে আগুন লেগেছে তোমরা আমাকে মাফ করে দিও। তারপর সে অজ্ঞান হয়ে যায় বলে আমাদের জানিয়েছে। তাই কী হয়েছিল সে জানাতে পারেনি।'

Comments

The Daily Star  | English

Islamic banks see rise in gross default loan

The banks’ unclassified rescheduled loan also rose, according to Financial Stability Report 2023

51m ago