গাউফকে থামিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শিয়াওতেক
১৮ বছর বয়সী কোকো গাউফ শিরোপা নির্ধারণী ম্যাচে গড়তে পারলেন না কোনো প্রতিদ্বন্দ্বিতা। তাকে অনায়াসে পরাস্ত করে ফরাসি ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন ইগা শিয়াওতেক।
শনিবার রোলাঁ গাঁরোতে আসরের একপেশে ফাইনালের নিষ্পত্তি হয়েছে মাত্র সোয়া ঘণ্টায়। সেখানে সরাসরি সেটে যুক্তরাষ্ট্রের গাউফকে ৬-১ ও ৬-৩ গেমে হারিয়েছেন পোল্যান্ডের ২১ বছর বয়সী শিয়াওতেক।
এই নিয়ে দুটি গ্র্যান্ডস্ল্যাম জিতলেন নারী এককের বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা শিয়াওতেক, দুটিই ফরাসি ওপেনে। এর আগে ২০২০ সালে এই প্রতিযোগিতার শিরোপা জয়ের উল্লাস করেছিলেন তিনি।
প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেও অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারেননি গাউফ। স্বপ্নযাত্রার সমাপ্তিতে তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্সআপ হয়ে।
উচ্ছ্বসিত শিয়াওতেক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, 'দুই বছর আগে এই শিরোপা জিততে পারা ছিল অসাধারণ কিছু। আর এবার আমার মনে হয়, এখানে পৌঁছাতে আগের চেয়ে বেশি পরিশ্রম করেছি। পথটা খুব কঠিন ছিল, চাপও ছিল অনেক।'
এই টানা ৩৫ ম্যাচে অপরাজিত রইলেন অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে যাওয়া শিয়াওতেক। পাশাপাশি টানা ছয়টি প্রতিযোগিতার শিরোপা জেতার নজিরও স্থাপন করলেন তিনি।
Comments