পাকিস্তান ‘৩ টুকরো’ হওয়ার আশঙ্কায় ইমরান খান

ইমরান খান। ছবি: রয়টার্স ফাইল ফটো

পাকিস্তানের ইস্টাবলিশমেন্ট যদি 'সঠিক সিদ্ধান্ত' না নেয় তাহলে দেশটি '৩ টুকরো' হতে পারে বলে হুঁশিয়ার করেছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআই সভাপতি ইমরান খান।

গতকাল বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে ইমরান খান মন্তব্য করেন যে দেশটি 'আত্মহননের' দ্বারপ্রান্তে। তার মতে, 'সঠিক সিদ্ধান্ত' নেওয়া না হলে পাকিস্তান দেউলিয়ার পথে এগিয়ে যাবে।

ইমরান বলেন, 'এখানে মূল সমস্যা হচ্ছে পাকিস্তান ও ইস্টাবলিশমেন্ট। যদি ইস্টাবলিশমেন্ট সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে আমি লিখে দিতে পারি যে তারা ধ্বংস হয়ে যাবে। সশস্ত্র বাহিনী আগে ধ্বংস হবে।'

তার মতে, ধ্বংসের আগে পাকিস্তান দেউলিয়া হয়ে যাবে। আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানকে পরমাণু নিরস্ত্রীকরণ করতে বলবে। ১৯৯০ এর দশকে যেমনটি ইউক্রেনে হয়েছিল।

'ভারতের বোদ্ধা মহল বিদেশে বসে বেলুচিস্তানকে আলাদা করার কথা বলছে। তাদের পরিকল্পনা আছে। এ কারণেই আমি এত চাপ দিচ্ছি,' যোগ করেন তিনি।

তবে ইমরান কাকে চাপ দিচ্ছেন তা উল্লেখ করেননি।

তার অভিযোগ, পাকিস্তানের বর্তমান জোট সরকার যুক্তরাষ্ট্রকে 'সব দিক থেকে' খুশি করবে।

তিনি মনে করেন, পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রধান নওয়াজ শরীফ ও পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি আসিফ আলি জারদারি সব সময়ই যুক্তরাষ্ট্র-ভারত-ইসরায়েল 'চক্রকে' কুশি করতে কাজ করেছেন।

ইমরান বলেন, 'আমাকে যখন ক্ষমতাচ্যুত করা হয় তখন ভারতে উল্লাস হয়েছে। যেন (প্রধানমন্ত্রী) শাহবাজ শরীফ একজন ভারতীয়।'

তিনি স্বাধীন পররাষ্ট্রনীতি নিতে চেয়েছিলেন বলেই ভারত তাকে পছন্দ করেনি বলেও মন্তব্য করেন ইমরান খান।

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

7h ago