ট্রান্সফার লাইভ: ডি ইয়ংকে পেতে ৫০ মিলিয়ন ইউরো খরচ করবে ম্যান ইউনাইটেড

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

মিলানে যাওয়ার কাছাকাছি বের্নাদেস্কি

অনেক খেলোয়াড়ের মধ্যে ফেদেরিকো বের্নাদেস্কির চুক্তিও আগামী ৩০ জুন শেষ হচ্ছে জুভেন্টাসের সঙ্গে। এবং আগামী মৌসুমে এ ক্লাবে আর থাকবেন না বলেই জানিয়েছেন এ ইতালিয়ান তারকা। তবে এ প্লেমেকার থাকতে চান সিরিআতেই। স্থানীয় সাংবাদিক পেদ্রো আলমেইদার সংবাদ অনুযায়ী, এসি মিলানের সঙ্গে আলোচনা এগিয়েছে অনেক দূর। খুব শীগগিরই নতুন চুক্তি হতে পারে দুই পক্ষের মধ্যে।

অ্যাস্টন ভিলাকে ফিরিয়ে দিয়েছেন সুয়ারেজ

চলতি মৌসুমে এরমধ্যেই দারুণ কিছু সাইনিং করেছে অ্যাস্টন ভিলা। তবে দুটি জায়গা থেকে প্রত্যাখ্যানও হয়েছে তারা। অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরনো লুইস সুয়ারেজে নজর দিয়েছিল দলটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সংবাদ অনুযায়ী, তাদের না বলে দিয়েছেন এ উরুগুইয়ান।

ম্যানচেস্টার ছাড়ছেন লিংগার্ড, তাকে চায় ওয়েস্টহ্যাম

জুনের শেষেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে জেসে লিংগার্ডের। তাকে আর ধরে রাখতে চায় না ক্লাবটি। বেশ কয়েক বার ধারে বিভিন্ন ক্লাবের খেলার পর ক্লাবটির সঙ্গে ২০ বছরেরও বেশি সময়ের সম্পর্ক শেষ হতে চলেছে। তবে তাকে পেতে চায় ওয়েস্টহ্যাম। গত মৌসুমের জানুয়ারির ট্রান্সফারে তাকে দলভুক্ত করেছিল দলটি।  

ডি ইয়ংয়ের জন্য ৫০ মিলিয়ন ইউরো খরচ করবে ম্যানচেস্টার ইউনাইটেডের

ক্লাবের দায়িত্ব নিয়ে নতুন মৌসুমে ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে ঘিরে পরিকল্পনা সাজাতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। সে লক্ষ্যে ক্লাবটি ৫০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব তৈরি করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। মূলত পল পগবার বদলি হিসেবে এ ডাচ মিডফিল্ডারকে চায় তারা। তবে ক্যাম্প ন্যু ছাড়ার কোনো ইচ্ছাই নেই ফি ইয়ংয়ের। তবে আর্থিক টানাপোড়নের কারণে তাকে বিক্রি করে দিতে পারে কাতালানরা।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

9h ago