জনগণ পাশে থাকায় পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ফাইল ছবি/পিআইডি

দেশের জনগণ পাশে থাকায় পদ্মা সেতুর কাজ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভার পর পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রী আজ একনেক সভায় পদ্মা সেতু বাস্তবায়নের বিষয়ে অনেক খোলামেলা কথা বলেছেন।'

'তিনি পদ্মা সেতুর আদ্যোপান্ত, জয়লাভ, তার ওপর দেশের ভেতরে-বাইরে চাপ ছিল তা খোলামেলা স্বীকার করেছেন। জনগণ তার পাশে ছিল বলে সফলভাবে এর বাস্তবায়ন সম্ভব হয়েছে।'

মন্ত্রী আরও বলেন, 'তিনি তার আবেগের কথা আমাদের কাছে শেয়ার করেছেন। প্রধানমন্ত্রীর অর্জনের কোনো শেষ নেই। তবে পদ্মা সেতু নির্মাণ তার জীবনের বৃহৎ অর্জন।'

 

Comments

The Daily Star  | English

US fund crunch hits development projects in Bangladesh

Thousands of Bangladeshi development professionals face uncertainty as US government-funded projects have been halted following an executive order by the Trump administration on January 20.

9h ago