ট্রান্সফার লাইভ: ম্যানচেস্টার ইউনাইটেডে থাকছেন না পগবা
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকছেন না পগবা
পল পগবার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি জুন মাসে। দুই পক্ষের মধ্যে নতুন করে আর কোনো চুক্তি হচ্ছে না। ফলে বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা মিডফিল্ডার ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন। ইংল্যান্ডের পরাশক্তি ইউনাইটেড নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে পগবার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৬ সালে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস ছেড়ে রেড ডেভিল শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। ইউনাইটেডের জার্সিতে ছয় বছরে একটি করে উয়েফা ইউরোপা লিগ ও কারাবাও কাপের শিরোপা জিতেছেন পগবা।
শত্রু শিবিরে যোগ দিতে আপত্তি নেই সালাহর
অনেক দিন থেকেই লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে মোহামেদ সালাহর। কিন্তু আগ্রগতি খুব সামান্যই। যদিও অ্যানফিল্ডে থেকে যাওয়ার ইচ্ছাই তার। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, কোনো কারণে যদি চুক্তি নবায়ন না হয় তাহলে লিভারপুল ছাড়তে আপত্তি নেই। এমনকি শত্রু শিবিরেও যোগ দেওয়া কোনো দ্বিধা করবেন না তিনি। ইংলিশ যে কোনো ক্লাবকেই বেছে নিবেন তিনি। এর আগে দুই মৌসুম চেলসিতেও খেলেছেন এ মিশরীয় তারকা।
চেলসির মাউন্টে চোখ ম্যানচেস্টার ইউনাইটেডের
ম্যাসন মাউন্টের সঙ্গে নতুন চুক্তি অচলাবস্থা এখন কাটেনি চেলসির। এরমধ্যেই তার দিকে নজর দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে পেতে ক্লাবটি বড় প্রস্তাব তৈরির পরিকল্পনা করছে বলে জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম দ্য সান। স্ট্যামফোর্ড ব্রিজে এ ইংলিশ তারকার চুক্তির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। কারণ খেলোয়াড় এবং ব্লুজের মধ্যে আলোচনা অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
চেলসির নজর বার্সেলোনার ডেস্টে
সের্জিনো ডেস্টের চলতি মৌসুমে পারফরম্যান্সে খুশি নয় বার্সেলোনা। তাই তাকে বিক্রি করে দিতে চায় দলটি। যদিও ক্যাম্প ন্যুতে থেকে চান এ তরুণ। তবে ইংলিশ ক্লাব চেলসি তাকে পেতে আগ্রহী বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মেইল। চেলসির মার্কোস আলোনসো ও সেজার আজপিলিকুয়েতাকে চায় বার্সা। সে চুক্তিতে ডেস্ট রাখা হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
স্টার্লিংকে পাওয়ার দৌড়ে এবার বায়ার্নও
আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন রহিম স্টার্লিং তা অনেকটাই নিশ্চিত। যদিও ক্লাবটির সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে এ ইংলিশ তারকার। তাকে পেতে আগ্রহী চেলসি ও রিয়াল মাদ্রিদ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের সংবাদ অনুযায়ী, এ খেলোয়াড়ের দিকে এবার নজর দিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
কলভার্ট-লুইনে চোখ নিউক্যাসলের
এভারটন তারকা ডমিনিক কলভার্ট-লুইনকে স্বাক্ষর করাতে প্রস্তুত নিউক্যাসল। ইংলিশ সংবাদমাধ্যম দ্য মিররের সংবাদ অনুযায়ী, তার জন্য প্রস্তাব দিতে তৈরি ম্যাগপাইরা।
Comments