১০ ঘণ্টায় ঢাকা-জলপাইগুড়ি, বুধবার উদ্বোধন মিতালী এক্সপ্রেস

ঢাকা থেকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেসের বাণিজ্যিক চলাচল উদ্বোধন হবে আগামীকাল বুধবার।

এই ট্রেনে বাংলাদেশের চিলাহাটি সীমান্ত পার হয়ে ৯ ঘণ্টা ৫৫ মিনিটে হিমালয়ের পাদদেশের নিউ জলপাইগুড়ি স্টেশনে যাওয়া যাবে।

মিতালী এক্সপ্রেস উদ্বোধন করতে বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এখন ভারতে অবস্থান করছেন। বুধবার সকাল ৯:২৫ মিনিটে নয়াদিল্লিতে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তিনি ট্রেনটির ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করবেন।

গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেন উদ্বোধ করেছিলেন।

বাংলাদেশের রেল মন্ত্রণালয় থেকে জানানো হয়, মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্য চলাচল করবে। এই ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট। ট্রেনটি নিউ জলপাইগুড়ি ছাড়বে ১১:৪৫ (ভারত সময়), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছাবে ২২:৩০ (বাংলাদেশ সময়), অনুরূপভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে ২১:৫৯ (বাংলাদেশ সময়) নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ৭:১৫ (ভারত সময়)।

ট্রেনটি সপ্তাহে দুই দিন চলাচল করবে। ভারত থেকে রোববার ও বুধবার, বাংলাদেশ থেকে সোমবার ও বৃহস্পতিবার। ট্রেনের ভাড়া এসি বার্থ ৫২৫৫ টাকা, এসি সিট ৩৪২০ টাকা এবং এসি চেয়ার ২৭৮০ টাকা।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

Now