ট্রান্সফার লাইভ: ৫ বছরের চুক্তিতে টিচৌয়ামানিকে চায় রিয়াল
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
ম্যানসিটির প্রধান লক্ষ্য ফিলিপস ও কুকুরেয়া
মাঝ মাঠ ও লেফট ব্যাক পজিশনে ভালো বিকল্পের খোঁজে নেমেছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের সংবাদ অনুযায়ী, গ্রীষ্মের দলবদলে সিটির প্রধান লক্ষ্য লিডস ইউনাইটেডের কেলভিন ফিলিপস ও ব্রাইটনের মার্ক কুকুরেয়া।
মেমফিসকে চায় আর্সেনাল, তবে বার্সেলোনায় সুখি এ ডাচ তারকা
বার্সেলোনার ডাচ তারকা মেমফিস ডিপাইকে পেতে চায় জুভেন্টাস। ইংলিশ সংবাদমাধ্যম ডেইলিমেইলের সংবাদ অনুযায়ী, তুরিনের ক্লাবটির সঙ্গে যোগ হয়েছে আর্সেনালও। তবে বার্সায় সুখেই আছেন এ ফরোয়ার্ড, 'বার্সেলোনাকে আমি আমার বাড়ি মনে করি। এরমধ্যেই এক মৌসুম এখানে কাটিয়েছি। আশা করছি এ মৌসুমেও এখানে খেলতে পারব।'
নেভেসের সঙ্গে কথা বলেছেন জাভি
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের পর্তুগিজ ফরোয়ার্ড রুবেন নেভেসের নজর দিয়েছে বার্সেলোনা। সের্জিও বুসকেতসের বিকল্প হিসেবে তাকে চায় দলটি। তাকে বোঝানোর জন্য বার্সেলোনা বস জাভি হার্নান্দেজ যোগাযোগ করেছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত। সংবাদ অনুযায়ী এ পর্তুগিজও চান ন্যু ক্যাম্পে যোগ দিতে। উলভসের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার।
রাফায়েল লিয়াও জন্য রিয়ালের প্রস্তাব
কিলিয়ান এমবাপেকে না পেয়ে এসি মিলানের পর্তুগিজ তারকা রাফায়েল লিয়াও দিকে নজর দিয়েছে রিয়াল মাদ্রিদ। তাকে ইতালিয়ান ক্লাবটিকে আনুষ্ঠানিক ভাবে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বলেই জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ত। যদিও মিলান তাকে বিক্রি করতে আগ্রহী নয়। এদিকে লিয়াওকে পেতে চায় ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো দলও।
আনুষ্ঠানিকভাবে মেন্ডেসকে দলে টানছে পিএসজি
স্পোর্টিং লিসবন থেকে চলতি মৌসুমে ধারে পিএসজিতে খেলছেন নুনো মেন্ডেস। তবে এবার তাকে পাকাপাকি ভাবে রেখে দিচ্ছে ক্লাবটি। চুক্তিতে তাকে কিনে নেওয়ার বিকল্প রেখেছিল তারা। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সংবাদ অনুযায়ী, সে সুযোগ নিয়ে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আনুষ্ঠানিক চুক্তি করছে ফরাসি ক্লাবটি।
টিচৌয়ামানির জন্য পাঁচ বছরের চুক্তির প্রস্তাব রিয়ালের
রিয়াল মাদ্রিদের প্রধান লক্ষ্য আউরেলিয়ান টিচৌয়ামানিকে স্বাক্ষর করানো। মোনাকোর সঙ্গে আলোচনাও অনেক এগিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মারকার খবর অনুযায়ী, তার জন্য ২০২৭ সাল পর্যন্ত পাঁচ বছরের প্রস্তাব দিয়েছে লস ব্লাঙ্কোসরা। তবে তারা আশা করছে তার জন্য ৮০ মিলিয়ন ইউরোর বেঁধে দেওয়া মূল্য থেকে সরে আসবে মোনাকো।
Comments