বার কাউন্সিল নির্বাচন: আওয়ামীপন্থিদের ১০, বিএনপিপন্থিদের ৪ পদে জয়

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ১০টিতে জয় পেয়েছে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা।

পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আজ সোমবার ভোরে ঢাকায় কাউন্সিলের কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। গত ২৫ মে সারা দেশে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগপন্থি আইনজীবীদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) মোট ১৪টি নির্বাহী সদস্যের পদের মধ্যে ১০টি পদে এবং বিএনপিপন্থি আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) বাকি ৪টি পদে জয়ী হয়েছে।

বিজয়ী আওয়ামী লীগপন্থি আইনজীবীরা হলেন, সৈয়দ রেজাউর রহমান, মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা, মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, মো. রবিউল আলম, আব্দুল বাতেন, মো. জালাল উদ্দিন খান, এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু, আনিস উদ্দিন আহমেদ শহীদ, মো. একরামুল হক ও মো. আব্দুর রহমান।

বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের মধ্যে নির্বাচিত হয়েছেন, জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, মো. রুহুল কুদ্দুস কাজাল এবং এ এস এম বদরুল আনোয়ার।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন মানিক আজ সকালে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা তাদের প্রথম সভায় একজন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করবেন এবং ৩ বছর সংগঠন পরিচালনার জন্য অন্যান্য কমিটি গঠন করবেন।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago