নিজেকে নিয়ে ভেবে চাঙ্গা হয়ে ফিরবেন মুমিনুল, বিশ্বাস কোচের 

Mominul Haque & Russell Domingo
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ব্যাটে রান নেই, একের পর এক ব্যাটিং ধসে হারছে দল। টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন প্রবল চাপে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো টের পাচ্ছেন এই চাপের মাত্রা। তবে তার আশা  শক্ত মানিসকতার মুমিনুল ঠিকই এই চাপ সামলে চাঙ্গা হয়ে ফিরবেন।

শুক্রবার মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। লম্বা সময় ধরে রানে না থাকা মুমিনুল এই টেস্ট সিরিজেও ছিলেন ব্যর্থ। চট্টগ্রামে ২ রান করার পর ঢাকা টেস্টের দুই ইনিংসে করেন ৯ ও ০ রান।

গত ১৫ ইনিংসে ১২.৫৭ গড়ে মোটে ১৭৬ রান করেছেন মুমিনুল। ১২বার পেরুতে পারেননি এক অঙ্কের গণ্ডি। মুমিনুলের জায়গাই পড়েছে প্রশ্নের মুখে।

শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হওয়ার পর গণমাধ্যমে কথা বলতে এসে ডমিঙ্গো জানান, এই দেশে টেস্ট অধিনায়কত্ব করা ভীষণ কঠিন, 'কোন সন্দেহ নেই সে প্রচণ্ড প্রত্যাশার চাপে আছে। বাংলাদেশে টেস্ট অধিনায়করা বরাবরই কড়া নজরদারিতে থাকে, যেখানে দলটা ১০-১৫ বছর ধরে ভাল করছে না। আপনি কতটা শক্ত মানসিকতার ও সাহসী এটা ব্যাপার না, আপনাকে কাবু হতে হবে।'

'সে শক্ত মানসিকতার ও দারুণ খেলোয়াড়। আমি তাকে সমর্থন করছি। তাকে সম্ভবত আগামী সপ্তাহে আরেকটু পেছনে গিয়ে ভাবতে হবে। কারণ খতিয়ে দেখতে হবে এবং চাঙ্গা হয়ে ক্রিকেটে ফিরতে হবে।'

মুমিনুল নিজেকে নিয়ে ভাবার জন্য সপ্তাহ খানেকেরই বিশ্রাম পাচ্ছেন। তার সামনে আরেকটি কঠিন চ্যালেঞ্জ। ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। ক্যারিবিয়ানদের মাটিতে পেস বান্ধব কন্ডিশনে আছে আরও দুই টেস্ট। মুমিনুলের কঠিন পরীক্ষা সেখানে।

Comments

The Daily Star  | English
students to block Shahbagh tonight in protest

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

14m ago