শীর্ষে জেমসই

জেমস। ছবি: স্টার

ঈদ উপলক্ষে বেশ কয়েকজন তারকা কণ্ঠশিল্পীর নতুন গান প্রকাশিত হয়েছে। সেগুলোর মধ্যে ঈদের ৩ সপ্তাহ পর ডিজিটাল প্লাটফর্মে ভিউয়ের দিক থেকে শীর্ষে রয়েছে জেমসের কণ্ঠে 'আই লাভ ইউ' গানটি।

দীর্ঘ ১২ বছর পর রকস্টার জেমসের কণ্ঠের নতুন গান নিয়ে ভক্ত শ্রোতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের মতে গানটার কথা, সুর আরও ভালো হতে পারতো। কেউ বলেছেন দীর্ঘদিন পর গুরু নতুন গান নিয়ে এসেছেন এটাই অনেক। কেউ লিখেছেন গানটার মিউজিক ভিডিওতে জেমসের গানের একটা ভ্রমণ দেখানো হয়েছে যা অতুলনীয়। গানটা শুনতে শুনতে ভালো লাগবে এমনো বলেছেন অনেকেই।

১৫ বছর আগে জেমসের কণ্ঠে প্রকাশিত অনেক কালজয়ী গান নিয়ে এমন অনেক কথা শোনা যেত। সেই গানগুলো আজও শ্রোতাদের আন্দোলিত করে যাচ্ছে।

ঈদের আগের রাতে প্রকাশিত জেমসের 'আই লাভ ইউ' গানটি আজ বৃহস্পতিবার পর্যন্ত ৩৩ লাখের বেশি শ্রোতা দেখেছেন। গানটির কথা লিখেছেন যৌথভাবে বিশু শিকদার ও জেমস। সুর করেছেন জেমস নিজেই।

দ্বিতীয় অবস্থানে আছে নতুন প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী ঐশীর নতুন গান 'গাড়ির মেকানিক'। কৌশিক হোসাইন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে গানটি ২8 লাখের বেশি শ্রোতা দেখেছেন।

তৃতীয় অবস্থানে আছে নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী লাভলী শাহরিয়ারের কণ্ঠের গান 'আউলা ঝাউলা'। এ মিজানের কথায় গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। গানটি এখন পর্যন্ত ২৩ লাখের বেশি মানুষ দেখেছেন।

এই গানগুলো ছাড়াও ভিউয়ের দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে মমতাজ ও বেলাল খানের কণ্ঠে 'বাপের বড় পোলা'। সোমেশ্বর অলির কথায় বেলাল খানের সুরে গানটির ১৯ লাখের বেশি মানুষ দেখেছেন।

Comments

The Daily Star  | English

Mohakhali blockade halts Dhaka's rail link

Students of Titumir College waged protest to press home their demand for upgradation of their institution as a university

40m ago