লিয়াওকে পেতে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব রিয়ালের!
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন কিলিয়ান এমবাপে। তাদের মৌখিক স্বীকৃতি দিয়েও শেষ পর্যন্ত থেকে যান পিএসজিতে। অথচ নতুন মৌসুমে এমবাপেকে কেন্দ্র করেই নিজের পরিকল্পনা সাজিয়েছিল লস ব্লাঙ্কোসরা। তবে এ তারকাকে না পেয়ে এসি মিলানের রাফায়েল লিয়াওর দিকে নজর দিয়েছে দলটি।
ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো জানিয়েছে লিয়াওকে কেনার আগ্রহ প্রকাশ করেছে রিয়াল। এরমধ্যেই ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল। তবে মিলান অবশ্য তাকে বিক্রি করতে রাজী নয়। খুব শীগগিরই ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি।
লিয়াওর সঙ্গে মিলানের বর্তমান চুক্তি রয়েছে ২০১৪ সাল পর্যন্ত। তার রিলিজ ক্লজ ১৫০ মিলিয়ন ইউরো। সেক্ষেত্রে মিলান তাকে বিক্রি করতে রাজী না হলে তার রিলিজ ক্লজ দিয়ে দলে টানতে পারবে।
চলতি মৌসুমটা দুর্দান্ত কেটেছে লিয়াওর। ১১ বছর পর এসি মিলান চ্যাম্পিয়ন করার মূল কারিগরই মানা হয় এ পর্তুগিজ তরুণকে। রোজোনেরিদের হয়ে ৪২টি ম্যাচে মাঠে নেমে সর্বোচ্চ ১৪টি গোল এসেছে এ পর্তুগিজের কাছ থেকে। একই সঙ্গে ১২টি গোলে সহায়তা করেছেন তিনি।
শুধু গোল দেওয়াতেই নয়, থিও হার্নান্দেজ ও ফ্রাঙ্ক কেসির সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত খেলেছেন লিয়াও। লেফট উইংয়ে দারুণ সব ড্রিবলিং ও গোলে নজর কাড়েন তিনি। মূল স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন এ উইঙ্গার। এবার বেশ কিছু ম্যাচে খেলেছেন মূল নম্বর নাইন হিসেবেও। শারীরিকভাবে বেশ শক্তিশালী এ তারকার ইনজুরি ম্যানেজমেন্টও বেশ প্রশংসনীয়।
পর্তুগালের আলমাডায় জন্ম নেওয়া লিয়াও আগামী জুনেই ২৩ এ পা দিচ্ছেন। ২০১৭ সালে স্পোর্টিং লিসবনের যুব দলে খেলার পরের বছর অভিষেক হয় সিনিয়র দলে। পরের বছর যোগ দেন ফরাসি ক্লাব লিলেতে। সেখানে এক মৌসুম খেলার পর ২০১৯ সালে যোগ দেন মিলানে। বর্তমানে ক্লাবটির প্রাণভোমরাই এ তারকা।
Comments