‘শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী দেশগুলোরও রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত’

রয়টার্স ফাইল ফটো

বাংলাদেশ ছাড়াও ভারতসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি।

এ ছাড়া, রোহিঙ্গারা যেন পালিয়ে বাংলাদেশে না যান এবং মিয়ানমার যেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেয় সে বিষয়ে তিনি আসিয়ান দেশ এবং চীন, জাপান, দক্ষিণ কোরিয়াকে প্রভাব খাটানোর আহ্বান জানান।

বাংলাদেশে ৫ দিনের সফরের শেষ দিনে আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআর হাইকমিশনার এ আহ্বান জানান।

সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে কয়েকশ রোহিঙ্গার অবৈধ অনুপ্রবেশের প্রতিক্রিয়ায় তিনি এ আহ্বান জানান। 

ইতোমধ্যে ভারতকে ওই ঘটনার বিষয়ে নিজেদের বক্তব্য পাঠিয়েছে বাংলাদেশ।

হাইকমিশনার গ্র্যান্ডি বলেন, 'অন্যান্য দেশে বসবাসকারী রোহিঙ্গাদের সংখ্যা বাংলাদেশে বসবাসকারীদের তুলনায় কিছুই নয়।'

তিনি বলেন, 'সুতরাং, বাংলাদেশকে এই বোঝা থেকে মুক্তি দিতে হবে।'

এ সফরে তিনি কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

তিনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং ঢাকায় দাতা দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গেও বৈঠক করেন।

গ্র্যান্ডি বলেন, 'বাংলাদেশ প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে ইউএনএইচসিআরের প্রাথমিক সহযোগী হলেও রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা দিতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

'রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারে' উল্লেখ করে হাইকমিশনার বলেন, 'ইউএনএইচসিআর ও ইউএনডিপি মিয়ানমারে একটি ত্রিপক্ষীয় চুক্তির অধীনে রাখাইনে কমিউনিটি প্রকল্পে কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই রোহিঙ্গাদের ন্যায্য, নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তনের শর্ত তৈরির উদ্যোগ বাড়ানো উচিত।'

গ্র্যান্ডি বলেন, 'বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা যেন নিরাপদে ও মর্যাদার সঙ্গে থাকতে পারেন এবং তাদের সন্তানদের যেন তারা স্কুলে পাঠাতে পারেন যেখানে তারা মিয়ানমারের পাঠ্যক্রম অনুযায়ী শিখতে পারবে, সেই বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ।'

Comments

The Daily Star  | English

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

9h ago