তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবে ৭৫ অভিবাসী নিখোঁজ, নিহত ১

এএফপি ফাইল ছবি

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীদের একটি নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন ৭৫ জন।

আজ বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

আইওএম জানায়, লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে অভিবাসীদের নিয়ে যাত্রা করা নৌকাটি তিউনিসিয়ার স্ফ্যাক্স উপকূলে এসে ডুবে যায়। সেসময় নৌকাটি থেকে ২৪ জনকে উদ্ধার করা হয়।

তিউনিসিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, 'এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ৭৫ জনের সন্ধান করছে কোস্টগার্ড।'

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, ২০২১ সালে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে প্রবেশ করেন। এর আগের বছর এ সংখ্যা ছিল ৯৫ হাজারের বেশি।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

10h ago