গ্রামীণ টেলিকম ড. ইউনূসের প্রতিষ্ঠান নয়

'শ্রমিকদের পাওনা পরিশোধ: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার' শিরোনামে প্রকাশিত খবরে ড. ইউনূস সম্বন্ধে দেওয়া সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে গ্রামীণ টেলিকম।

আজ মঙ্গলবার গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলামের পাঠানো বিবৃতিতে বলা হয়, 'গত ২৩ মে কয়েকটি পত্রপত্রিকায় এবং টেলিভিশনের প্রতিবেদনে ভুলভাবে জানানো হয়েছে যে, "গ্রামীণ টেলিকম অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান"। এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রামীণ টেলিকম কোম্পানি আইনের ২৮ ধারায় সৃষ্ট একটি নট ফর প্রফিট কোম্পানি। এই আইনে সৃষ্ট প্রতিষ্ঠানে কোনো মালিক থাকে না। যেহেতু শেয়ারহোল্ডার থাকে না সেজন্য এর মুনাফাও বণ্টনযোগ্য নয়। প্রফেসর ইউনূস এ ধরণের প্রতিষ্ঠানের মালিক হবার কোনো সুযোগ নেই। গ্রামীণ টেলিকমের যাতে কেউ কোনোদিন মালিক হতে না পারে সেজন্য তিনি এই কোম্পানিকে কোম্পানী আইনের ২৮ ধারায় প্রতিষ্ঠা করেছেন। এই কোম্পানি ও অন্যান্য কোনো কোম্পানি থেকে তিনি কোনো বেতনও নেন না।

গ্রামীণ টেলিকম জানায়, প্রফেসর ইউনূস এ পর্যন্ত বহুবার বলেছেন যে তিনি বাংলাদেশে কিংবা পৃথিবীর অন্য কোনো দেশের কোনো কোম্পানিতে তার এক বা একাধিক শেয়ার বা মালিকানা নেই। অতএব খবরে গ্রামীণ টেলিকমকে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান বলাতে সত্যের বড় রকম বরখেলাপ হয়েছে এবং মানুষের মনে ভুল ধারণার জন্ম দিয়েছে।

Comments

The Daily Star  | English

Political parties agree on enacting new law for presidential clemency

However, there was no consensus on the suggestion to form a six-member board to execute the clemency process

18m ago