আচমকা বুকে ব্যথায় মাঠ ছাড়লেন মেন্ডিস
প্রথম সেশনের শেষ ওভারের ঘটনা। প্রথম বলটি করে দ্বিতীয় বলের প্রস্তুতি নিচ্ছিলেন পেসার কাসুন রাজিতা। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়ানো ফিল্ডার কুশল মেন্ডিস হুট করেই বসে পড়েন মাঠে। বুক ধরে অস্বস্তি অনুভব করতে থাকেন তিনি। পরে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।
রাজিতার অফ স্টাম্পের বাইরে বল অনায়াসে ছেড়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম। কিপার নিরোশান ডিকভেলা বল ধরে দিচ্ছিলেন দ্বিতীয় স্লিপে দাঁড়ানো মেন্ডিসের কাছে। বল ধরে একটু পেছনের দিকে হেলে যান মেন্ডিস। পরে তখনই বুকে চাপ দিয়ে বসে পড়েন মাঠে।
দলের ফিজিও তাৎক্ষণিকভাবে মাঠে প্রবেশ করে বাইরে নিয়ে যান তাকে। বিসিবির মেডিকেল কক্ষে মেন্ডিসের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তার অসুস্থতার কারণ এখনো জানা সম্ভব হয়নি।
সোমবার দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। লঙ্কান দুই পেসার কাসুন রাজিতা আর আসিতা ফার্নান্দো ৭ ওভারের মধ্যে ২৪ রানে তুলে নেন ৫ উইকেট। পরে সেখান থেকে পরিস্থিতি সামাল দেন মুশফিক ও লিটন দাস। লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের ৪২ রানের জুটি ৫ উইকেটে ৬৬ রান তুলেছে স্বাগতিকরা।
Comments