পিএসজিতে থাকার ঘোষণার পর এমবাপের হ্যাটট্রিক
গুঞ্জন ছিল গত এক বছর ধরেই। নাটকীয়তা মোড় নিচ্ছিল নানা দিকে। শেষ পর্যন্ত নিজের 'স্বপ্নের ঠিকানা' রিয়াল মাদ্রিদে আর যাচ্ছেন না কিলিয়ান এমবাপে। ২০২৫ সাল পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেই ( পিএসজি)'র সঙ্গে নতুন চুক্তি করেছেন তিনি। পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত জানানো কিছুক্ষণ পরে শুরু ম্যাচে মেটজের সঙ্গে হ্যাটট্রিক করেন এই ফরাসি তারকা।
পিএসজির লিগ শিরোপা নিশ্চিত হয়েছে অনেক আগেই। এই ম্যাচে প্রাপ্তির কিছু ছিল না। তবে আগ্রহের কেন্দ্রে ছিলেন এমবাপে। এই তারকার হ্যাটট্রিকে মেটজকে ৫-০ গোলে বিধ্বস্ত করে পিএসজি। এমবাপের হ্যাটট্রিক ছাড়াও গোল করেন নেইমার ও দলটির হয়ে বিদায়ী ম্যাচ খেলা আনহেল দি মারিয়া।
খেলা শুরুর আগে পিএসজির সভাপতি আল খেলাইফি 'এমবাপে-২০২৫' লেখা জার্সি হাতে জানান, 'আমি গর্বের সঙ্গে সুন্দর একটি খবর দিচ্ছি- কিলিয়ান এমবাপে পিএসজির সঙ্গে ২০২৫ পর্যন্ত নতুন চুক্তি করেছে।'
পরে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে নিজের নেওয়া সিদ্ধান্তের কথা জানিয়ে দেন এমবাপে, 'আমি পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে আমি অবশ্যই খুশি। আমার বিশ্বাস এই ক্লাবে আমি আরও ভাল খেলোয়াড় হয়ে উঠব। দলটি সেরা হতে মরিয়া।'
'আমি ফ্রান্সে জন্মেছি, বড় হয়েছি এখানে খেলা চালিয়ে যেতে পেরেও অনেক খুশি।'
২০১৭ সালে মোনাকোতে থাকার সময় এমবাপের রিয়ালে যাওয়ার গুঞ্জন শোনা যায় প্রথমবার।
কিন্তু তিনি ধারে পিএসজিতে যোগ দেন, পরে করেন স্থায়ী চুক্তি। গত মৌসুমে এমবাপের রিয়ালে আসার সম্ভাবনা হয় জোরলো। পিএসজি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেন এমবাপে। কিন্তু পিএসজি তাকে কোনভাবেই ছাড়তে রাজি হয়নি। রিয়াল পিএসজিতে রেকর্ড ট্রান্সফার ফি দিতে চাইলেও তাতে রাজি হয়নি পিএসজি।
বছর শুরু থেকেই 'ফ্রি এজেন্ট ' হিসেবে নতুন ক্লাবে যোগ দেওয়ার সুযোগ তৈরি হয় এমবাপের। মনে হচ্ছিল যেকোনো সময় রিয়ালে যোগ দেবেন তিনি। তবে আরও অনেক নাটকের পর শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে নতুন চুক্তি করে নিলেন তিনি।
Comments