বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আশ্বাস কাতারের

কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। ছবি: সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ আয়োজনে নিরাপত্তা, হসপিটালিটি এবং ট্রান্সপোর্ট খাতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে কাতার সরকার। এ ছাড়া, বিশ্বকাপ পরবর্তী সময়ে নির্মাণ ও সেবাখাতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

বুধবার রাজধানী দোহায় কাতার সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে দেশটির শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররির আনুষ্ঠানিক বৈঠকে এই আশ্বাস দেন।

কাতারের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে ২ দেশের মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে বিশ্বকাপ-২০২২ আয়োজনে এবং বিশ্বকাপ পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ নিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, 'মুসলিম দেশ কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২ এর আয়োজক হওয়াতে বাংলাদেশ আনন্দিত এবং বিশ্বকাপ সফলভাবে আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।'

কাতারের শ্রমমন্ত্রী বিশ্বকাপ আসরকে ঘিরে চাহিদার কথা উল্লেখ করে বাংলাদেশ কর্মী নিয়োগের আশ্বাস দেন।

কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশি কর্মীদের কর্মদক্ষতার প্রশংসার পাশাপাশি কর্মীদের কাতারের আইন মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

বৈঠকে ঢাকায় বাংলাদেশ ও কাতারের মধ্যে ষষ্ঠ যৌথ কমিটির সভা এবং বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক এলাকায় কাতারি বিনিয়োগ ও কাতারি ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, কাতার শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদি, বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।

Comments

The Daily Star  | English

Chief adviser returns home after joining COP29 in Baku

Chief Adviser Professor Muhammad Yunus returned home this evening wrapping up his Baku tour to attend the global climate meet Conference of Parties-29 (COP29)

1h ago