ম্যাচ ড্র হবে, প্রথম দিন থেকেই জানত শ্রীলঙ্কা

Sri Lanka
খেলা শেষে দুদল। ছবি: ফিরোজ আহমেদ

শেষ ঘণ্টায় খেলা যাওয়ার আগে দীনেশ চান্দিমাল তার সঙ্গী ব্যাটসম্যান নিরোশান ডিকভেলাকে বলছিলেন, 'সেঞ্চুরির জন্য খেল'। তখন ৬১ রান নিয়ে ক্রিজে এই বাঁহাতি। ম্যাচে তখন আর কোন কিছুই হওয়ার নেই। কেবল এজনের সেঞ্চুরির জন্য পুরোটা সময় খেলা চালিয়ে যাওয়া সবারই জন্যই হতো বিরক্তিকর। সে পথে শেষ পর্যন্ত যায়নি শ্রীলঙ্কা। ঘন্টাখানেক আগে ড্র মেনে নেয় তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা জানলেন, এরকম ফল হওয়ার ব্যাপারে প্রথম দিন থেকেই নিশ্চিত ছিলেন তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে ২০১৮ সালে যে টেস্টটা খেলেছিল শ্রীলঙ্কা। সেটি ছিল আরও নিষ্প্রাণ। দুদল মিলিয়ে তিন ইনিংসেই রান হয়েছিল ১৫৩৩। এবারও তিন ইনিংস মিলিয়ে হয়ে গেছে ১১২২ রান।

এই মাঠের উইকেট ছিল বরাবরের মতই ফ্লাট। উইকেটের চরিত্র বুঝতে পেরেই ড্রয়ের ছবি রেখেছিল লঙ্কানরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ধনঞ্জয়া জানালেন সেটাই,  'অবশ্যই এটা ড্রয়ই হতো। আমরা প্রথম দিক ওরা যখন ব্যাট করে তখনই জানতাম ম্যাচ ড্র হবে। বাংলাদেশের জেতার সামান্য সুযোগ ছিল কিন্তু উইকেটে বোলারদের জন্য তেমন কিছু ছিল না। ড্রতে আমরা খুশি।'

এমন উত্তাপহীন ফল টেস্ট ক্রিকেটের জন্য কতটা ভালো বিজ্ঞাপন তা নিয়ে প্রশ্ন আছে। সেই প্রশ্নের জবাবে মুচকি হাসিতে দিয়েছেন ধনঞ্জয়া, 'আমি জানি না টেস্ট ক্রিকেটের (ভালো কি খারাপ), কিন্তু ব্যাটসম্যানদের জন্য উপযুক্ত ছিল (উইকেট)। বোলারদের জন্য না।'

প্রথম টেস্ট ড্র হওয়ায় দুই টেস্টের সিরিজ নির্ধারণ হবে ঢাকায়। ২৩ মে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Comments

The Daily Star  | English

Multinational executives urge govt to ensure licensing, tax consistency

Yunus urged the executives to collaborate with the government to promote Bangladesh to potential investors and ensure business opportunities expanded in the country.

23m ago