কানে অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হলো অনন্ত-বর্ষার 

এবারের ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে অনন্ত-বর্ষা। ছবি: সংগৃহীত

দুটি সিনেমার ট্রেইলার নিয়ে এবার কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে গেছেন অনন্ত জলিল ও বর্ষা। সেখানে গতকাল মঙ্গলবার উৎসবের প্রথম দিনে তাদের সঙ্গে দেখা হয়েছে বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে।

আজ অনন্ত জলিল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ও ভিডিও পোস্ট করেছেন। দ্য ডেইলি স্টারকে অনন্ত জলিল বলেন, 'আমাদের অভিনয় জীবনের দারুন মুহূর্ত ছিল গতকাল। খুব আনন্দিত ও সম্মানিত হয়েছি। এই বিষয়গুলো আসলে ভাষায় বোঝানো সম্ভব না। সেখানে বলিউডের অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে আমাদের কিছুটা সময় কেটেছে, যা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।' 

কান উৎসবে অনন্ত-বর্ষা। ছবি: সংগৃহীত

অনন্ত-বর্ষা কানে গেছেন 'দিন: দ্য ডে' ও 'নেত্রী: দ্য লিডার' সিনেমার ট্রেইলার দেখানোর জন্য। আশা করা হচ্ছে, হলিউডের আদলে নির্মিত ছবি দুটি মন কাড়বে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকদের।

Comments

The Daily Star  | English
Medicine and healthcare cost rise in Bangladesh

Drugmakers hiring cross-discipline grads amid biomedicine expansion

Bangladesh’s pharmaceutical industry is undergoing a significant transformation, driven by young talent and innovation, according to pharmaceutical professionals. .The industry is shifting from chemical-based medicines to biomedicines, offering fresh graduates unique opportunities to shap

37m ago