ন্যাটো জোটভুক্ত হতে সুইডেন, ফিনল্যান্ডের আবেদন

বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড।
ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড।

আজ বুধবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন উত্তর ইউরোপের দেশ ২টি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছে।

দেশ ২টির রাষ্ট্রদূতদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণের পর স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, 'ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়ার আবেদনকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা আমাদের ঘনিষ্ঠ অংশীদার।'

প্রতিবেদনে আরও বলা হয়, এই আবেদনে এখন জোটভুক্ত ৩০ দেশের সমর্থন প্রয়োজন।

'এই প্রক্রিয়ায় ২ সপ্তাহের মতো সময় লাগতে পারে' উল্লেখ করে এতে আরও বলা হয়, যদিও এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোয়ান তার আপত্তির কথা জানিয়েছেন।

যদি তার আপত্তি দূর করা যায় এবং সব প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলে তাহলে আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হতে পারবে।

সাধারণত ন্যাটোর সদস্য পদের প্রক্রিয়া শেষ করতে ৮ থেকে ১২ মাস সময় নেওয়া হয়।

কিন্তু, উত্তর ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার ক্রমাগত হুমকি ও চলমান ইউক্রেন যুদ্ধের কারণে এই প্রক্রিয়ায় আরও কম সময় লাগতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments