শান্ত-মুমিনুলের ব্যর্থতার পর তামিম-মুশফিক জুটি

Mominul Haque
পা দিয়ে স্টাম্পে বল লাগা আটকাতে পারলেও পরে আর টিকতে পারেননি মুমিনুল হক। ছবি: ফিরোজ আহমেদ

দারুণ এক প্রথম সেশন পার করে চালকের আসনেই বসতে যাচ্ছিল বাংলাদেশ দল। লাঞ্চ থেকে ফেরার পরই থিতু মাহমুদুল হাসান জয়ের বিদায়। তামিম ইকবাল সেঞ্চুরি করে এক পাশ টেনে নিলেও আরও একবার হতাশ করলেন নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। বিপাকে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। 

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ হারায় ৩ উইকেট। যার দুটোই নিয়ে নেন কনকাশন বদলি হিসেবে নামা পেসার কাসুন রাজিতা। ২৫ ওভারে আসে ৬৩ রান। ৩ উইকেটে ২২০ রান নিয়ে চা-বিরতিতে গেছে স্বাগতিকরা। প্রতিপক্ষ থেকে পিছিয়ে আছে আর ১৭৭ রানে। 

২১৭ বলে ১৩৩ রানে অপরাজিত আছেন তামিম। ৩৬ বলে ১৪ করে তার সঙ্গী মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে দুজনে মিলে করেছেন ৩৬ রান।

বিনা উইকেটে ১৫৭ রান নিয়ে লাঞ্চের পর নেমে আর ৫ রান যোগ করতেই প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা। জয়কে লেগ স্টাম্প বরাবর বাউন্সার দিয়ে আউট করার চেষ্টা চালাচ্ছিলেন আসিতা ফার্নান্দো। লাঞ্চের আগে একবার ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন তিনি। এই ফাঁদই পরে ইতি টানে তার। লেগ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট লাগিয়ে উইকেটের পেছনে ধরা দেন ৫৮ রান করা জয়।

তামিমের ব্যাট ছিল ছন্দময়। সেঞ্চুরি বের করতে তেমন একটা সময় নেননি তিনি। ১৬২ বলে ১২ চারে তিন অঙ্ক স্পর্শ করেন বাংলাদেশের সফলতম ওপেনার। সেঞ্চুরির পর নিজের গতি কিছুটা কমিয়ে আনেন। মন দেন টিকে থাকায়। অফ স্পিনার রমেশ মেন্ডিসের বলে আম্পায়ার কট বিহাইন্ডের আউট দিলেও রিভিউ নিয়ে রক্ষা পান তিনি। পরে পানিশূন্যতায় ক্রাম্প করলে বিশ্রাম নিয়ে চাঙ্গা হতে হয় তাকে।

তিনে নামা শান্ত প্রথম কয়েকবল ছিলেন অতিরিক্ত 'শান্ত'। বেশ ভালো উইকেটেও রান বের করতে ধুঁকতে থাকেন এই বাঁহাতি। আউট হন বেশ দৃষ্টিকটুভাবে।  রাজিতার অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে ধরা দেন কিপারের গ্লাভসে। ২২ বলে ২ রানে শেষ হয় তার ইনিংস।

মুমিনুল ক্রিজে এসেও ছিলেন না সাবলীল। গত কয়েক টেস্ট ধরে রান খরায় ভুগতে থাকা বাংলাদেশ অধিনায়ক নেমেছিলেন নিজের প্রিয় মাঠে। ক্যারিয়ারের ১১ সেঞ্চুরির সাতটি করেছেন এই মাঠে। প্রিয় মাঠের মতো প্রতিপক্ষও ছিল প্রিয়। লঙ্কানদের বিপক্ষেই যে তার ৪ সেঞ্চুরি। তবে এতকিছু পক্ষে থাকলেও রান পাওয়া হয়নি তার।

সময় নিয়ে থিতু হওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। রাজিতার ভেতরে ঢোকা এক ডেলিভারি ভুলভাবে পড়ে স্টাম্প খোয়ান তিনি। মুমিনুল ফেরেন ১৯ বলে ২ করে।

তীব্র গরমে হাতে একবার ক্রাম্প হলেও পরে তা সামলে নিয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন তামিম। অভিজ্ঞ মুশফিকুর রহিম তাকে দিচ্ছেন সঙ্গ। বড় পুঁজি পেতে হলে এই জুটিটা দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

1h ago