‘ঈশ্বর যা দেন সেটাই নিতে হবে’
৯ ঘণ্টা ৩৮ মিনিট খেলে একজন ব্যাটসম্যান ফিরছেন হতাশা নিয়ে। কারণ এমন একটি রানে তিনি থেমেছেন তাতে যেকেউই পুড়বে আক্ষেপে। তবে ১৯৯ রানে আউট হওয়াকে আক্ষেপ নয়, অ্যাঞ্জেলো ম্যাথিউস দেখছেন সৃষ্টিকর্তার দান হিসেবে।
চট্টগ্রাম টেস্টের দুদিন জুড়েই ব্যাট করেছেন ম্যাথিউস। চোয়ালবদ্ধ দৃঢ়তায় সব আলো নিজের দিকেই নিয়ে নিয়েছিলেন তিনি। পুরো ইনিংসে যিনি ছিলেন স্থিরতার প্রতীক, ডাবল সেঞ্চুরির কিনারে এসে করে ফেলেন গড়বড়।
নাঈম হাসানের বলে আর একটা রান নিলেই দু'হাত উঁচিয়ে উল্লাস করতে পারতেন। কিন্তু ক্রিজ থেকে বেরিয়ে আচমকা উড়িয়ে মারতে গিয়ে ধরা দেন স্কয়ার লেগে সাকিব আল হাসানের হাতে।
ওটা ছিল ওভারের শেষ বল। ম্যাথিউসকে আগের বলে ২ রান নিয়ে ১৯৯ রানে যেতে দেখে কাছাকাছি ফিল্ডার বাড়ায় বাংলাদেশ। তার এক রান নেওয়ার পথ করে দেয় কঠিন। টেস্টে বাংলাদেশের মাঠে ১৯৯ রানে আউট হওয়া প্রথম ব্যাটার তিনি। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে এমন দুর্ভাগের শিকার দ্বাদশ ব্যক্তি তিনি।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই অভিজ্ঞ ব্যাটার যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট থাকার কথা জানান, 'অবশ্যই আরও এক রান হলে দারুণ হতো। কিন্তু ঈশ্বর যা দেন সেটাই নিতে হবে। আমি কৃতজ্ঞ যে আমি একটা ভালো ইনিংস খেলেছি। আশা করছি এটা খেলায় প্রভাব ফেলবে।'
'আমি পূর্ব পরিকল্পনা থেকে শটটি খেলেছি। এটা আসলে (ব্যাটে) ঠিকমতো লাগেনি। এটা দুর্ভাগ্যজনক ঘটনাগুলোর একটি।'
ম্যাথিউস চেয়েছিলেন ওভার দ্য টপ খেলে কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে যেতে। তা না হওয়াকে ক্রিকেটেরই একটি দিক মনে হচ্ছে তার, 'শেষ ব্যাটারকে নিয়ে ডাবল সেঞ্চুরির জন্য এক রান করা, আমি খুব করে তা করতে চেয়েছিলাম। আমি হিসেবে ভুল করে ফেলি। দুর্ভাগ্যজনকভাবে সাকিব তা লুফে নেয় (হাসি)। এক রান হলে দারুণ হতো। কিন্তু আবারও বলি এটা ক্রিকেট।'
Comments