'ফিনল্যান্ড, সুইডেন ন্যাটোতে যোগদানে প্রস্তুত থাকলে আমরাও প্রস্তুত'

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের জন্য ন্যাটোর দরজা খোলা। তাদের যোগদান ন্যাটোকে শক্তিশালী করবে এবং উত্তর ইউরোপীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ করবে।
ন্যাটো
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। ছবি: সংগৃহীত

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের জন্য ন্যাটোর দরজা খোলা। তাদের যোগদান ন্যাটোকে শক্তিশালী করবে এবং উত্তর ইউরোপীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ করবে।

ন্যাটো এখন আগের চেয়ে আরও 'গুরুত্বপূর্ণ' ও 'প্রাসঙ্গিক' উল্লেখ করে তিনি বলেন, 'সুইডেন ও ফিনল্যান্ড, আপনারা প্রস্তুত থাকলে আমরাও প্রস্তুত।'

আজ রোববারের এই যৌথ সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন স্টলটেনবার্গ।

ন্যাটো মহাসচিব বলেন, ফিনল্যান্ড ও সুইডেন যদি ন্যাটো জোটে যোগদান করে, তবে সেটি একটি ঐতিহাসিক ঘটনা হবে। এর মাধ্যমে বোঝা যাবে, ন্যাটোর দরজা খোলা এবং আগ্রাসনের কোনো মূল্য নেই।

তিনি আরও বলেন, 'ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে পরাজিত করতে চান এবং ইউরোপ ও উত্তর আমেরিকাকে বিভক্ত করতে চান। তবে তারা ঐক্যবদ্ধ এবং ইউক্রেন যুদ্ধে জিতে যেতে পারে।'

ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানের বিষয়ে তুরস্কের সন্দেহ বিষয়ে জানতে চাইলে স্টলটেনবার্গ বলেন, 'এ কথা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, ন্যাটো ফিনল্যান্ড ও সুইডেনের সিদ্ধান্তকে সম্মান করবে। তবে তুরস্কও গুরুত্বপূর্ণ মিত্র। আমি আত্মবিশ্বাসী যে আমরা একটি কমন গ্রাউন্ড খুঁজে পেতে সক্ষম হব।'

ফিনল্যান্ডের যোগদানের বিষয়ে রাশিয়ার হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'রাশিয়া যা করছে, ন্যাটো তা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়া ন্যাটো সদস্যদের ওপর হামলা চালালে ন্যাটো ব্যবস্থা নিতে প্রস্তুত।'

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

2h ago