অনুশীলন ছাড়াই সাকিবের ছন্দময় বোলিং, নিশ্চিত ছিলেন হেরাথ

ছবি: ফিরোজ আহমেদ

করোনাভাইরাস নেগেটিভ হয়ে শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দিলেও বোলিং অনুশীলন করেননি সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্ট শুরুর আগে কেবল একদিন নিজেকে তৈরি করার সুযোগ পেয়ে ব্যাটিং ঝালিয়ে নিয়েছিলেন তিনি। প্রস্তুতির কমতি থাকলেও সেটার কোনো ছাপ দেখা যায়নি মূল লড়াইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিনে নিয়ন্ত্রিত বোলিংয়ে নজর কাড়েন তারকা অলরাউন্ডার সাকিব। সেকারণে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯০ ওভারে ৪ উইকেটে ২৫৮ রান তুলেছে লঙ্কানরা। সাবলীল ব্যাটিংয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস অপরাজিত আছেন ১৩১ বলে ১১৪ রানে। মূলত তার কাঁধে চেপেই দিনশেষে এগিয়ে আছে সফরকারীরা। ম্যাথিউসের সঙ্গী দিনেশ চান্দিমাল খেলছেন ৭৭ বলে ৩৪ রানে। এছাড়া, কুসল মেন্ডিস ১৩১ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন।

অফ স্পিনার নাঈম হাসান ৭১ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল। তবে বাঁহাতি স্পিনে সাকিব ছিলেন দুর্দান্ত। লাইন ও লেংথ ঠিক রেখে ১৯ ওভারে ৭ মেডেনসহ মাত্র ২৭ রানে তিনি নেন ১ উইকেট। শেষ সেশনে তার বল ধনঞ্জয়া ডি সিলভার ব্যাট ছুঁয়ে স্লিপে মাহমুদুল হাসান জয়ের হাতে জমা পড়লেও আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিউ নিয়ে ধনঞ্জয়াকে ফেরায় বাংলাদেশ। এর আগে দ্বিতীয় সেশনে তাইজুল ইসলামের সঙ্গে জুটি বেঁধে শ্রীলঙ্কার রানের চাকা আটকে রাখেন সাকিব। তাদের টানা করা ২১ ওভারে উইকেট না পড়লেও রান আসে মাত্র ২২। নইলে ব্যাটিং উপযোগী উইকেটে লঙ্কানদের প্রথম দিনের সংগ্রহ আরও বড় হতে পারত।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাবেক লঙ্কান স্পিনার হেরাথ বলেছেন, অনুশীলন ছাড়াই এমন ধারাল বোলিং আরও আত্মবিশ্বাসী করবে সাকিবকে, 'তার মানের খুব বেশি খেলোয়াড় আমরা দেখতে পাই না। কোনো রকমের অনুশীলন ছাড়াই প্রথম বল থেকেই সে পুরো ছন্দে ছিল। তার আত্মবিশ্বাসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সে আজ খুব ভালো বল করেছে, সে ছিল সবচেয়ে মিতব্যয়ী বোলার।'

সাকিব না থাকলে বিপাকে পড়ে যেতে হয় বাংলাদেশকে। কারণ, ব্যাটিং-বোলিংয়ে সমান দক্ষ একজনের ঘাটতি তৈরি হয় একাদশে। বহুল চর্চিত এই প্রসঙ্গ টেনে হেরাথ বলেছেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও সাকিবের ভালো খেলার ব্যাপারে নিশ্চিত ছিলেন তিনি, 'সাকিব যখন দলে থাকে, তখন সে আমাদের দলকে ভারসাম্য দেয়। অন্যথায়, আমাদের এমন একজনকে খুঁজে বের করতে হয় যে ব্যাটিং ও বোলিংয়ে পারদর্শী। আমি শতভাগ নিশ্চিত ছিলাম যে অনুশীলন ছাড়াই সে নিজের সামর্থ্যের প্রতিদান দিতে পারবে।'

উল্লেখ্য, বিশ্রাম নিয়ে গত মঙ্গলবার আমেরিকা থেকে দেশে ফিরে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন সাকিব। এতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে তার ছিটকে যাওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তিন দিনের মধ্যে সেরে উঠে নাটকীয়ভাবে গত শুক্রবার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেন তিনি।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

6h ago