কারাগারে অসুস্থ রেদোয়ান আহমেদ, কুমিল্লা থেকে ঢাকায় স্থানান্তর

ড. রেদোয়ান আহমেদ। ছবি: সংগৃহীত

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কারাগারে অসুস্থ হয়ে পড়লে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

শনিবার রাত সোয়া ৮টার দিকে পুলিশ পাহারায় অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ শনিবার রাত ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'শনিবার সকাল থেকেই ড. রেদোয়ান কিছুটা অসুস্থবোধ করছিলেন। বিকেলের দিকে তার বুকে ব্যথা শুরু হলে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেনের সঙ্গে পরামর্শ করে একজন মেডিসিন বিশেষজ্ঞকে কারাগারে আনা হয়। ওই চিকিৎসক পর্যবেক্ষণ শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে স্থানান্তরের পরামর্শ দেন।'

জেল সুপার জানান, বিকেলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানকার চিকিৎসকরা রাতে তাকে ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেন। কারাবিধি মেনে চিকিৎসকদের পরামর্শে ড. রেদোয়ানকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ড. রেদোয়ানের পরীক্ষা-নিরীক্ষা শেষে শরীরে কিছু সমস্যা থাকায় তাকে ঢাকায় নেওয়ার জন্য বলা হয়েছে। বিষয়টি জেলা পুলিশ ও কারাগার কর্তৃপক্ষ তদারকি করছে।'

এ বিষয়ে ড. রেদোয়ান আহমেদের ছেলে সুলতান মঈন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বাবার শারীরিক অবস্থা খারাপ। চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।' 
 
গত ৯ মে ড. রেদোয়ান চান্দিনায় নিজের নির্বাচনী এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের হামলার মুখে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালালে দুজন আহত হন। ওই দিন সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক আখলাকুর রহমানের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই মামলায় রেদোয়ান আহমেদ ও তার গাড়ি চালকসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। ওইদিন রাতে গাড়িচালক ও অপর ২ দলীয় নেতাসহ ড. রেদোয়ানকে কারাগারে পাঠানো হয়।

 

Comments

The Daily Star  | English

Deadline for tax return submissions extended to Dec 31

The time has been extended due to demands from various professional bodies, the NBR said in  a press release.

10m ago