‘বিশ্বাস করি না আমি ব্যাড প্যাচের মধ্যে আছি’
দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টে করেন মোটে ১৩ রান। দুই অঙ্কে যেতে পারেননি একবারও। সবশেষ ১২ ইনিংসে তার ব্যাটে কেবল এক ফিফটি। তবু অধিনায়ক মুমিনুল হক বিশ্বাস করেন তিনি ব্যাড প্যাচের মধ্যে নেই।
মুমিনুলের ব্যাটে রান খরা শুরু গত বছর পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে। ওই দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে করেছিলেন কেবল ১৪ রান। এরপর নিউজিল্যান্ডে গিয়ে অবশ্য পান রান।
মাউন্ট মাঙ্গানুই টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১২ ইনিংসের মধ্যে ফিফটি পেরুনো ওই একবারই। এরপরের সাত ইনিংসে করেছেন সর্বোচ্চ ৩৭ রান।
দুই অঙ্কের নিচে আউট হয়েছেন পাঁচবার। সব মিলিয়ে ৬ টেস্টে ১২ ইনিংসে স্রেফ ১৫ গড়ে ১৬৫ রান করেছেন মুমিনুল।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে সংবাদ সম্মেলনে নিজের রান খরার প্রশ্ন উঠলে অনেকটা ফ্রন্টফুটে খেলতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক, 'আমি বিশ্বাস করি না আমি ব্যাড প্যাচের মধ্যে আছি। যদি বিশ্বাস করি তাহলে এটা থেকে বের হতে পারব না। আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, দলের ওপর অনেক আত্মবিশ্বাসী। সবাই সবার সেরা পারফরম্যান্স দেখাতে পারবে ইনশাআল্লাহ্।'
অধিনায়ক ভালো খেললে দিতে পারেন সামনে থেকে নেতৃত্ব। ব্যাটে রান খরায় মুমিনুলের নেতৃত্বও পড়েছে প্রশ্নের মুখে। তবে বাঁহাতি এই ব্যাটসম্যানের মতে তার ভালো খেলা- না খেলার সঙ্গে দলের জয়ের সবটা নির্ভর করে না, 'আমি ভালো খেললে জয়ের সম্ভাবনা বাড়বে এটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না। তাহলে অন্য খেলোয়াড়রা কী? শুধু আমার পারফরম্যান্স কোনো ম্যাটার করে না।'
Comments