রোগী না থাকায় রামেক করোনা ইউনিট বন্ধ
রোগী না থাকায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ শনিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'রোগী খুব কম আসায় আমাদের আর এই ইউনিট চালিয়ে যাওয়ার দরকার নেই। এখন থেকে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের করোনা ইউনিটের পরিবর্তে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হবে।'
'করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে এখনও আমাদের সব সুযোগ-সুবিধা আছে। যদি তেমন পরিস্থিতি তৈরি হয়, আমরা সবকিছু আবার খুলে দিতে পারব। তবে যতক্ষণ প্রয়োজন না হয়, ততক্ষণ আর করোনা ইউনিটের কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণ নেই', যোগ করেন তিনি।
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ২০২০ সালের মে মাসে রামেকে করোনা ইউনিট খোলা হয়। চলতি বছরের শুরুর দিক থেকে সংক্রমণ কমতে শুরু করার পর গত মাসে অল্প কয়েকজন রোগী রামেকে চিকিৎসা নিয়েছেন। এ মাসে এখন পর্যন্ত কোনো করোনা রোগী চিকিৎসা নিতে যাননি রামেকে।
এদিকে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, কোভিড রোগী না থাকলেও রামেক করোনা ইউনিট রক্ষণাবেক্ষণ এবং সেখানকার চিকিৎসক ও কর্মীদের অতিরিক্ত ভাতা বাবদ সরকারি অর্থ ব্যয় হচ্ছে।
Comments