চট্টগ্রামের উইকেটে বোলারদের তেমন কিছু দেখছেন না করুনারত্নে

Dimuth Karunaratne
দুই কোচকে নিয়ে প্রথম টেস্টের উইকেট দেখছেন দিমুথ করুনারত্নে। ছবি: ফিরোজ আহমেদ

২০১৮ সালে  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  বাংলাদেশ-শ্রীলঙ্কার সবশেষ টেস্টে তিন ইনিংসেই পেরিয়ে গিয়েছিল পাঁচদিন। দুদল মিলিয়ে এসেছিল ১৫৩৩ রান! বোলারদের জন্য প্রাণহীন সে উইকেট পেয়েছিল ডিমেরিট পয়েন্ট। বছর চারেক পর আরেকটি টেস্টের সামনে তেমন ভিন্ন কিছু দেখছেন না শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তার কাছে মনে হচ্ছে চট্টগ্রামের বাইশগজ এবারও বোলারদের দেবে কঠিন সময়।

ওই টেস্ট সিরিজের পর বাংলাদেশের মাটিতে আর টেস্ট সিরিজ খেলেনি লঙ্কানরা। এবারের সিরিজের আগেও উইকেট প্রসঙ্গে বারবার পেছনে ফিরছিলেন লঙ্কান অধিনায়ক।

সেবার মুমিনুল হকের ১৭৬ রানে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৫১৩ রান। জবাবে তিন সেঞ্চুরিতে ৭১৩ রান করে ফেলে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আরও ৩০৭ রান করার পর ড্র মেনে নেয় দুদল।

শনিবার অনুশীলনে এসেই উইকেট দেখতে যান করুনারত্নে। এরপর সংবাদ সম্মেলনে এসে জানান উইকেটে আছে প্রচুর রান,  'দেখে মনে হচ্ছে বোলারদের জন্য তেমন কিছু ছাড়া এটা ফ্লাট উইকেট, যেটা বললাম ২০ উইকেট পেতে হলে বোলারদের অনেক চতুর হতে হবে। উইকেট না এলেও চতুরভাবে ভাবতে হবে। আউট অব দ্য বক্স কিছু করতে হবে।

'এটা সহজ না। অনেক কঠিন পরিশ্রম করতে হবে। পিচ বোলারদের জন্য তেমন কিছু নেই। আপনি যদি অনেক চতুর হতে পারেন তাহলে উইকেট পাওয়া সম্ভব।'

তবে ফ্লাট উইকেটেও সাফল্য পেতে উপায় খুঁজছে লঙ্কানরা। কঠিন অবস্থা থেকে জয় বের করে ঢাকায় ফিরতে চায় তারা, 'চট্টগ্রামে সাধারণত ফ্লাট উইকেট হয়। কাজেই অনেক রান করে তাদের চাপে রাখতে হবে। গত কয়েক টেস্ট ধরে যেটা হচ্ছে, মনে হচ্ছে এখানে হাজার রান আছে। এটা দেখে মনে হচ্ছে খুব ভাল ফ্লাট উইকেট। কিন্তু নিজেদের হোমওয়ার্ক করতে পারলে ভিন্ন কিছু সম্ভব। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেললে ঢাকায় জয় নিয়ে যেতে পারব।'

Comments

The Daily Star  | English
The BNP has submitted 62 constitutional reform proposals to the Constitution Reform Commission.

BNP unveils vision for ‘rules-based’ society

The BNP yesterday submitted to the constitution reform commission its 62 recommendations designed to establish a rules-based structure and ensure checks and balances of power.

8h ago