সাকিব ভাই খেলছেন: মুমিনুল

Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

করোনাভাইরাস থেকে সেরে উঠলেও ফিটনেসের কারণে সাকিব আল হাসানের প্রথম টেস্টে নামা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে সেই শঙ্কা দূর করে এই শীর্ষ তারকাকে একাদশে পাওয়ার কথা নিশ্চিত করেছেন অধিনায়ক মুমিনুল হক।

গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে। তিনদিনের মধ্যে সেরে উঠে নাটকীয়ভাবে চট্টগ্রামে দলে যোগ দেন তিনি। শনিবার সকালে করেন ব্যাটিং অনুশীলন।

এরপরই সংবাদ সম্মেলনে এসে মুমিনুল জানান, 'দেখে তো ভালোই মনে হলো। হ্যাঁ খেলবে ইনশাল্লাহ।' শুক্রবার রাতে চট্টগ্রামে এসে শনিবার অনুশীলনে আসেন সাকিব। দুই দফায় তিনি ব্যাট করেন ৩৫ মিনিট। সেখানে বেশ জোরে জোরে বল মারার চেষ্টা করেছেন তিনি। ব্যাট করার সময়ই কোচ ডমিঙ্গোকে জানিয়ে দেন তিনি বেশ ভালো অনুভব করছেন, খেলতে নামার জন্য একদম প্রস্তুত। 

ব্যাটিং অনুশীলন করলেও বোলিং বা ফিল্ডিং করতে দেখা যায়নি সাকিবকে। তবে মুমিনুল জানান যেহেতু তিনি সাবলীলভাবে ব্যাট করেছেন কাজেই তা দেখে সাকিবকে শতভাগ ফিট মনে হয়েছে তাদের, 'আমার কাছে তাই মনে হয়েছে (শতভাগ ফিট)। আমার সবচেয়ে বেশি ইয়ে লাগে, সাকিব ভাইয়ের সাইকোলজি অনেক স্ট্রং। উনি যদি চায়, উনি খেলতে পারবে। আপনারও জানেন। আমার চেয়ে আপনারাও ভালো জানেন। আমার কাছে ওইটা নিয়ে কোনো সন্দেহ নেই।' 

'একটা খেলোয়াড়ের ব্যাটিং দেখলেই তার সাইকোলজি অনেক কিছু বোঝা যায়। আপনারাই মনে হয় আমার থেকে বেশি দেখেছেন। আমি তো আমার ব্যাটিং নিয়ে ব্যস্ত ছিলাম। আপনারা ভালো দেখেছেন। বুঝতে পারবেন। উনি শতভাগ ফিট। খেলার জন্য ফিট যেটা আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে।'

আগের দিন সাকিবের খেলা-না খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানান কোচ ডমিঙ্গো ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড প্রধান বলেছিলেন, সীমিত ওভারের ক্রিকেট হলে চিন্তা ছিল না, যেহেতু টেস্ট ম্যাচ কাজেই ফিটনেস দেখেই নেওয়া হবে সিদ্ধান্ত। তবে সাকিবের ইচ্ছাকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান নাজমুল।

ডমিঙ্গো সাকিবের ব্যাপারে অবশ্য শঙ্কার কথাই জানিয়েছিলেন। তার মতে কোভিড থেকে সেরে উঠে হুট করে টেস্টে নামা কঠিন। শেষ পর্যন্ত সাকিবের ইচ্ছাই মূল্য পেয়েছে বেশি। 

রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। 

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

9h ago