ব্যাটিং ইজ ফাইন: সাকিব
সাকিব আল হাসানের নেটের ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তারকা অলরাউন্ডার কয়েকটি বল মোকাবেলা করার পর ডমিঙ্গো জিজ্ঞেস করলেন, 'কেমন অনুভব করছ সাকিব?', সাকিবের ছোট্ট জবাব, 'গুড'। মিনিট দশেক ব্যাট চালিয়ে আবার নিজে থেকেই ডমিঙ্গোকে ঘুরে সাকিব বললেন, 'ব্যাটিং ইজ ফাইন'।
শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে বাংলাদেশের অনুশীলনে সব মনোযোগ কেড়ে নিয়েছিলেন সাকিব। আগের দুদিন নিবিড় অনুশীলন করে এদিন হালকা অনুশীলন সেশন রেখেছিল টিম ম্যানেজমেন্ট।
তাতে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের দেখা যায়নি। শুরুতে পাশাপাশি নেটে ২৫ মিনিট ব্যাট করেছেন সাকিব ও মুশফিকুর রহিম।
নেটে নামার আগে কোচ ডমিঙ্গোর সঙ্গে আলাদা করে কথা বলেন সাকিব। সাকিবকে প্রথমে থ্রো ডাউনে ব্যাট করান ডমিঙ্গো নিজেই। পরে সরে গিয়ে ভূমিকা নেন পর্যবেক্ষকের।
নেটের পেছনে থেকে ব্যাটিং কোচ জেমি সিডন্স দুজনের সঙ্গেই কথা চালিয়ে নিচ্ছিলেন। সিডন্স সরে যাওয়ার পর নেটের পেছনে হাজির হন ডমিঙ্গো। বাঁহাতি স্পিনারদের বলে সাকিবকে স্লগ সুইপে ছক্কা মারতে দেখে বাহবা দেন ডমিঙ্গো।
করোনাভাইরাস থেকে সেরে উঠে সাকিব চট্টগ্রাম টেস্ট খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে ফিটনেসের উপর। তবে আবহ দেখে বোঝা যাচ্ছে সব নির্ভর করছে মূলত সাকিবের সিদ্ধান্তের উপরই।
সাকিব নিজে যদি মনে করেন তিনি খেলতে পারবেন, তাকে খেলাবে বাংলাদেশ দল। যদিও আগের দিন সংবাদ সম্মেলনে সাকিবের না খেলার আভাসই মিলেছিল কোচ ডমিঙ্গোর কণ্ঠে। কোভিড থেকে সেরে উঠে হুট করে একটি টেস্ট খেলা যে কত কঠিন তিনি তা বলেছিলেন জোর দিয়ে। এমনকি ৫০-৬০ শতাংশ ফিট সাকিবকে খেলার পক্ষে ছিলেন না তিনি।
তবে এদিন অনুশীলনে মিলল ভিন্ন ছবি। সাকিবের ব্যাটিংয়ে সবটা নজর ছিল বাংলাদেশের কোচের। সাকিব যখন বললেন, তার ব্যাটিংটা ভালো হচ্ছে। তখন এগিয়ে গিয়ে বাংলাদেশ কোচ জানালেন, 'লেটস সি, হোপ ফর দ্য বেস্ট'। পরে মিনিট দুয়েক দুজনে একান্তে আলাপ করেন।
মুশফিক সরে যাওয়ার পর পাশে নেটে হাজির হন অধিনায়ক মুমিনুল হক। তাকে অফ স্পিনারের বলগুলো টার্ন করতে না দিয়ে সামনে এগিয়ে খেলার পরামর্শ দিচ্ছিলেন ডমিঙ্গো।
সাকিবের নেটে বেশ কয়েকজন নেট বোলার ছাড়াও বল করেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দলের অনুশীলনে সহায়তা করতে এদিনই চট্টগ্রামে যোগ দিয়েছেন তিনি। থ্রো ডাউনে ম্যানেজার নাফিস ইকবালও ছিল সহায়ক ভূমিকায়। তাদের মারা বেশিরভাগ বল সাবলীলভাবে চালিয়ে খেলতে দেখা গেছে সাকিবকে।
স্পিনারদের বল এগিয়ে এসে ছক্কা মারছিলেন। দু'একটা বল মিসটাইমিং হলেও স্লগ সুইপেও বড় শট খেলতে দেখা গেছে তাকে।
টানা ২৫ মিনিট ব্যাট করার পর মিনিট পাঁচেকের বিরতি নিয়ে আবার নেটে ফেরেন সাকিব। তবে দ্বিতীয় দফায় দশ মিনিট পর তাকে থামায় বৃষ্টি।
ব্যাটিংটা ঠিকঠাক হওয়ায় সাকিবের বোলিংটা হয়ত দেখা জরুরী। তবে যেকোনো চোট ও বিরতির পর বোলিং নিয়ে খুব বেশি উদ্বেগে থাকেন না বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার।
যুক্তরাষ্ট্র থেকে ফিরে গত ১০ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম টেস্টের স্কোয়াড থেকে ছিটকে যান সাকিব। দুদিন পার হতেই আসে সুখবর। কোভিড-১৯ নেগেটিভ ফল নিয়ে শুক্রবারই চট্টগ্রামে টিম হোটেলে আসেন তিনি। তবে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যুক্ত করার খবর দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও সাকিব চাইলে তিনি অবশ্যই খেলবেন বলে চট্টগ্রামে জানিয়ে গেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
Comments