মাহিন্দাসহ ৭ জনকে গ্রেপ্তারের দাবিতে শ্রীলঙ্কার আদালতে অভিযোগ

মাহিন্দা রাজাপাকসে। ছবি: রয়টার্স ফাইল ফটো

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ ৭ জনকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়ে কলম্বো ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী।

টেম্পল ট্রিস এবং গালে ফেসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালানোর জন্য অপরাধমূলক ভীতি প্রদর্শন, সহায়তা ও প্ররোচিত করার ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য ব্যক্তিগত এই অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগটি দায়ের করেন অ্যাটর্নি সেনাকা পেরেরা। তিনি কলম্বোর ১২ হালফ্টসডর্প রোডে এলাকায় থাকেন।

অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, সংসদ সদস্য জনস্টন ফার্নান্দো, সানজিওয়া এডিরিমানিনে, সনথ নিশান্তা, মোরাতুওয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান সামন লাল ফার্নান্দো, পশ্চিমপ্রদেশের দায়িত্বে থাকা সিনিয়র ডিআইজি দেশবান্দু তেন্নাকুন এবং আইজিপি চন্দনা উইকরিমেরান্তিকে বিবাদী হিসাবে উল্লেখ করা হয়েছে।

গতকাল শুক্রবার কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট থিলিনা গামাজের কাছে আবেদনটি করা হয়। তিনি ১৭ মে কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

Comments

The Daily Star  | English

'It feels like a night that has lasted a thousand years'

Loved ones of victims wait anxiously outside burn institute after Milestone tragedy

1h ago