সাকিবের জন্য পরিকল্পনা ঠিক করাই আছে শ্রীলঙ্কার
তিন দিন আগেই প্রথম টেস্টের জন্য সাকিব আল হাসান ছিটকে গিয়েছিলেন। কোভিড-১৯ নেগেটিভ হয়ে যাওয়ায় আবার দলে যুক্ত হচ্ছেন তিনি, এমনকি তার খেলার পরিস্থিতিও তৈরি হয়েছে। সাকিবের দলে থাকা-না থাকা নিয়ে তৈরি দ্বিধাদ্বন্দ্বে নিজেদের কোন সমস্যা দেখছে না শ্রীলঙ্কা দল। বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডারের জন্য পরিকল্পনা ঠিক করেই রেখেছে তারা।
শ্রীলঙ্কা সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর গত মঙ্গলবার কোভিড-১৯ পজিটিভ হয়ে ছিটকে যান সাকিব। তাকে ছাড়াই এগুনোর পরিকল্পনা করতে হয় বাংলাদেশকে।
তবে দুদিনের মধ্যে আবার নাটকীয়ভাবে বদলে যায় পরিস্থিতি। সাকিব সেরে উঠে শুক্রবার সন্ধ্যায় যোগ হচ্ছে দলে। শনিবার অনুশীলনে তার অবস্থা পর্যবেক্ষণ করে নেওয়া হবে খেলার সিদ্ধান্ত।
এই অবস্থায় প্রতিপক্ষের সেরা তারকা খেলছেন কিনা তা নিয়ে দ্বিধায় থাকার কথা লঙ্কানদেরও। তবে করুনারত্নে জানালেন তারা সাকিবকে ধরে নিয়েই নিজেদের পরিকল্পনা ঠিক করেছেন। সেভাবেই জেতার রাস্তায় তৈরি করতে চান, 'সাকিব যখন ছিল (ছিটকে যাওয়ার আগে) তখনই তাকে আমাদের একটা পরিকল্পনা তৈরি করা ছিল, কাজেই তার জন্য সেই পরিকল্পনাই আছে। সে সেরা অলরাউন্ডার। সম্ভাব্য কি হতে সেসব ভেবেই আমরা পরিকল্পনা ঠিক করেছি। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। তারপর দেখা যাবে কি হয়।'
Comments