অনুশীলন ঘাটতি নিয়ে ভাবিত নয় শ্রীলঙ্কা
বাংলাদেশে এসে বৃষ্টির বাগড়ায় বেশ বিড়ম্বনায় পড়েছিল শ্রীলঙ্কা দল। বিকেএসপিতে তাদের দুদিনের প্রস্তুতি ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। প্রথম টেস্টে চট্টগ্রামে এসে অনুশীলনে নামলে সেখানেও হানা দেয় বৃষ্টি। তবে এতে প্রস্তুতির কোন ঘাটতি দেখছেন না অধিনায়ক দিমুথ করুনারত্নে।
ঢাকায় ঠিকঠাক অনুশীলন করতে না পারা লঙ্কানরা বৃহস্পতিবার বিকেলে পা রাখে চট্টগ্রাম। ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার ছিল তাদের অনুশীলন।
সকালে ঘন্টাখানেক তা চলার পর নেমে প্রবল বৃষ্টি। মিনিট পনেরো বৃষ্টিতে বাধাগ্রস্ত হলেও পরে আবহাওয়া ভাল হওয়ায় আবার নামতে পেরেছিলেন তারা। তবে আগের সেই ছন্দ নষ্ট হয়েছে। বাকিটা সময় অনুশীলন চলে ঢিমেতালে।
তবে এমন পরিস্থিতিতে পড়লেও তা প্রস্তুতিতে কোন তফাৎ করছে না বলে মত করুনারত্নের। সংবাদ সম্মেলনে লঙ্কান কাপ্তান জানান, নিজেদের মাঠেই তৈরি হয়ে এসেছেন তারা, 'আমরা শ্রীলঙ্কাতে কয়েক সপ্তাহ প্রস্তুতি নিয়েছি। শ্রীলঙ্কার কন্ডিশনও এরকমই। আমার মনে হয় না প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়াতে কোন তফাৎ তৈরি হবে। আমরা যথেষ্ট অনুশীলন করেছি। এখানেও আজ ভাল অনুশীলন সেশন গেল। আমার মনে হয় ছেলেরা টেস্ট খেলার জন্য তৈরি।'
নিজেদের শক্তির জায়গাও স্পষ্ট করে বলেছেন লঙ্কান অধিনায়ক। তার মতে বাংলাদেশ থেকে ব্যাটিং শক্তিতে এগিয়ে আছেন তারা, 'আমার মনে হয় আমাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ আছে। গত সিরিজেও আমরা তা দেখিয়েছি। বাংলাদেশের বিপক্ষে সবশেষ আমরা শ্রীলঙ্কাতে খেললাম। আমরা খুব ভাল পারফর্ম করএছিলাম। চট্টগ্রামে আমরা ব্যাটিং বান্ধব উইকেট প্রত্যাশা করছি। শেষবার এখানে যখন খেললাম সব মিলিয়ে ১১০০ রানের মতো হয়ছিল। যদি দুই দলের সঙ্গে তুলনা করেন তাহলে আমাদের ব্যাটিং লাইনআপ শক্তিশালী।'
Comments