ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান রাশিয়ার জন্য হুমকি: ক্রেমলিন
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ন্যাটো সামরিক জোটে ফিনল্যান্ডের যোগদানকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া।
ফিনল্যান্ডের শীর্ষ নেতারা ন্যাটোতে যোগদানের ইচ্ছা প্রকাশের পর আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে সিএনএন।
পেসকভ সাংবাদিকদের বলেন, 'যেমন আমরা আগেও অনেকবার বলেছি, ন্যাটোর সম্প্রসারণ বিশ্বকে আরও স্থিতিশীল ও নিরাপদ করে তুলবে না।'
ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে রাশিয়ার প্রতিক্রিয়া কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, `এই সম্প্রসারণ প্রক্রিয়াটি কী হবে এবং সামরিক অবকাঠামো আমাদের সীমান্তের কত কাছাকাছি আসবে, তার ওপর এটি নির্ভর করবে।'
রাশিয়া ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিষয়ে পরিস্থিতি বিশ্লেষণ করবে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।
এদিকে ন্যাটো সামরিক জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ফিনল্যান্ডকে 'ন্যাটোতে উষ্ণ স্বাগত জানানো হবে।'
'এটি ফিনল্যান্ডের একটি সার্বভৌম সিদ্ধান্ত, যাকে ন্যাটো সম্পূর্ণভাবে সম্মান করে। ফিনল্যান্ড যদি আবেদন করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের ন্যাটোতে আন্তরিকভাবে স্বাগত জানানো হবে। যোগদান প্রক্রিয়াটিও মসৃণ ও দ্রুত হবে', যোগ করেন তিনি।
Comments