মোস্তাফিজের টেস্ট খেলার প্রশ্নে আন্দ্রে রাসেলের প্রসঙ্গ টানলেন ডোনাল্ড

Mustafizur Rahman & allan donald
ছবি: ফিরোজ আহমেদ

কেউ টেস্ট খেলতে না চাইলে তাকে এই সংস্করণের জন্য জোরাজুরি করার মানে হয় না। আবার কারো শরীরই হয়ত টেস্টের জন্য উপযুক্ত নয়। তাকেও টেস্ট খেলালে ফল হতে পারে বিপরীত। মোস্তাফিজুর রহমানের টেস্ট খেলা, না খেলা ইস্যুতে অ্যালান ডোনাল্ডের বক্তব্য অনেকটা এরকমই।

মোস্তাফিজ টেস্ট খেলতে চান না। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও একটা সময় তাকে টেস্টের জন্য বিবেচনা করেনি। লাল বলের চুক্তিতে না থাকা এই পেসারের দীর্ঘ পরিসরের ক্রিকেট ক্যারিয়ারের নিয়ে কথা উঠা হতো অপ্রাসঙ্গিক।

কিন্তু সাম্প্রতিক সময়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মোস্তাফিজের টেস্ট খেলতে না চাওয়াকে রীতিমতো নিবেদনের প্রশ্নে নিয়ে গেছেন। দেশের হয়ে খেলার চেয়ে আইপিএল বড় কিনা এই প্রশ্ন তুলেছেন তিনি। 

অথচ লাল বলের চুক্তিতে না থাকায় মোস্তাফিজকে পুরো আইপিএল খেলার ছাড়পত্র আগেই দিয়ে রেখেছে বিসিবি। বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের অনুশীলন সেরে গণমাধ্যমে কথা বলতে এলে ডোনাল্ডকেও কথা বলতে হয় মোস্তাফিজ প্রসঙ্গে, সেখানে নির্দিষ্ট করে কাটার মাস্টারকে সাদা বলেই সীমাবদ্ধ রেখেছেন তিনি,  'আমি ফিজের বড় ভক্ত। আমার মনে হয় সে সাদা বলের দারুণ বোলার।'

ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রয় কি দায়িত্ব নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলোয়াড়দের ব্যস্ততার বাস্তবতা মনে করিয়ে দিয়েছিলেন। যেটার সঙ্গেই মূলত খাপ খাইয়ে চলতে হবে। ডোনাল্ডও মোস্তাফিজের বিষয় বোঝাতে সেই কথা নিলেন ধার হিসেবে, 'এটা (মুস্তাফিজের টেস্ট) নিয়ে বলা কঠিন। তারা একটি বেছে নিতে পারে। ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট বলেছিলেন, ক্রিকেটাররা একসময় ১২ মাস (জাতীয় দলের হয়ে) খেলার জন্য প্রস্তুত ছিল, এখন যেটা ৯ মাস।'

মোস্তাফিজ নিজের পছন্দে টেস্ট থেকে দূরে আছেন। আবার বিসিবিরও তাতে আছে আনুষ্ঠানিক সায়। মোস্তাফিজের টেস্ট না খেলার ব্যাপারে তাই ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেলকে টেনেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ,  'এটা ব্যক্তিগত পছন্দ। এটা নিয়ে আমরা ফিজের সঙ্গে কথা বলতে পারি। এটা ব্যক্তিগত ব্যাপার আসলে। আমি যখন আন্দ্রে রাসেলকে প্রথম নাইটসে (গ্লোবাল টি-টোয়েন্টির দল)  দেখলাম। মনে হলো সে বিশ্বের সেরা ক্রিকেটার। সে ১৫০ কিমিতে বল করত,  আবার ১১০ মিটার বড় ছক্কা মারত। তার শরীরটা টেস্টের জন্য তৈরি না। কাজেই সে সংক্ষিপ্ত সংস্করণ বেছে নিয়েছে। এটা তার ব্যক্তিগত পছন্দ। কাজেই আমি সেটাতে হস্তক্ষেপ করতে চাই না।'

Comments

The Daily Star  | English

Lawyer's murder in Ctg: 30 detained in overnight drives

The identities of the detainees are currently being verified

10m ago