গৃহবধূকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড, স্বামীর আমৃত্যু কারাদণ্ড
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গৃহবধূ তাপসী রাণীকে হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় স্ত্রী ও ছেলেসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আসামি সাধন নন্দী চৌধুরীর দ্বিতীয় স্ত্রী প্রতিমা রাণী, তাদের ছেলে আকাশ চৌধুরী এবং আত্মীয় কাজল মোহন্ত। এ ঘটনায় সাধন নন্দী চৌধুরী ও প্রতিমা রাণীর আরেক ছেলে জীবন চৌধুরীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা সবাই দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজালপুর গ্রামের বাসিন্দা।
আজ বুধবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক এএসএম রেজাউল বারী সব আসামির উপস্থিতিতে এ রায় দেন।
২০১৭ সালের ৭ এপ্রিল নিখোঁজ হন গৃহবধূ তাপসী রাণী। পরদিন বাসার কাছে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে তাপসী রাণীর ছেলে শুভানন্দ চৌধুরী বাদী হয়ে ফুলবাড়ী থানায় ৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, পারিবারিক কলহের জেরে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আজ বুধবার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
Comments