শ্রীলঙ্কায় সরকারি সম্পদ বিনষ্টকারীদের ওপর গুলির নির্দেশ

শ্রীলঙ্কার কলম্বোতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে সরকারপন্থী এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে পুড়িয়ে দেওয়া যানবাহন। ১০ মে, ২০২২। ছবি: রয়টার্স

সরকারি সম্পদ বিনষ্টকারী এবং কারো জীবনের প্রতি হুমকি সৃষ্টিকারীদের ওপর গুলি চালাতে নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্স।

এর আগে, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই নাগরিকদের গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয় শ্রীলঙ্কার সেনাবাহিনী ও পুলিশকে।

সরকারবিরোধীদের সঙ্গে সংঘর্ষে ৭ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

রয়টার্স জানায়, ভারত মহাসাগরের দেশটি তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে লড়াই করছে। হাজার হাজার বিক্ষোভকারী কারফিউ অমান্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা ক্ষমতাসীন দলের আইনপ্রণেতা এবং প্রাদেশিক রাজনীতিবিদদের বাড়ি-ঘর, দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে।

পুলিশের মুখপাত্র নিহাল থালদুওয়া বলেন, সহিংসতায় প্রায় ২০০ জন আহত হয়েছে। বুধবার সকাল ৭টা পর্যন্ত সারাদেশে কারফিউ জারি করা হয়।

রয়টার্স বলছে, সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সেনাবাহিনী ও পুলিশকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আটক ও জিজ্ঞাসাবাদের ক্ষমতা দিয়েছেন। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে সেনাবাহিনী ২৪ ঘণ্টা পর্যন্ত মানুষকে আটক রাখতে পারবে।

এছাড়া, ব্যক্তিগত গাড়িসহ জোরপূর্বক ব্যক্তিগত সম্পত্তি তল্লাশি করা যাবে বলে মঙ্গলবার এক গেজেটে জানিয়েছে সরকার।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

42m ago