তিন বছর পর ফাইনালে রোমান সানা

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের ফাইনালে ওঠার স্বাদ যেন ভুলতে বসেছিলেন রোমান সানা! গত প্রায় তিন বছরে নয়টি আন্তর্জাতিক টুর্নামেন্টে সোনার পদক জয়ের মঞ্চে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলেন তিনি। অবশেষে অপেক্ষার পালা অবসান হলো বাংলাদেশের তারকা আর্চারের। ইরাকের সুলায়মানিয়াতে চলমান আর্চারি এশিয়া কাপ স্টেজ টুর ফাইনালে উঠলেন তিনি।

সোমবার সেমিফাইনালে উজবেকিস্তানের আমির খানকে উড়িয়ে দিয়েছেন রোমান। প্রথম তিন সেটের তিনটিতেই জিতে ফাইনালের টিকিট পেয়েছেন তিনি। আমিরকে তিনি হারিয়েছেন ২৮-২৭, ২৯-২৮ ও ২৮-২৬ ব্যবধানে। আগামী ১১ মে ফাইনালে রোমানের প্রতিপক্ষ ভারতের মৃণাল চৌহান।

টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালে সেট খোয়ালেও সেমিতে রোমান ছিলেন অপ্রতিরোধ্য। তার কাছে পাত্তাই পাননি আমির। সরাসরি সেটে ৬-০ ব্যবধানে জয়ের স্বাদ নিয়েছেন তিনি।

রোমান এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে শেষবার ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের ফাইনালে উঠেছিলেন। ফিলিপাইনে অনুষ্ঠিত আর্চারি এশিয়া কাপ স্টেজ থ্রিতে অবশ্য সেরা হওয়া সম্ভব হয়নি তার পক্ষে। চীনের প্রতিযোগীর কাছে ৭-৩ ব্যবধানে হেরে সোনার পদক হাতছাড়া হয়েছিল রোমানের। সেই থেকে ২০২১ টোকিও অলিম্পিকসহ নয়টি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে দর্শক হয়ে থাকতে হয়েছিল তাকে। এসময়ে তার সেরা সাফল্য ছিল ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ২০২১ আর্চারি বিশ্বকাপ স্টেজ টু ও ২০২১ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে ওঠা।

ফাইনাল নিশ্চিত করার পর খুলনার ছেলে রোমান প্রকাশ করেছেন উচ্ছ্বাস, 'আমি সত্যিই ভীষণ আনন্দিত। আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। কারণ, লম্বা সময় পর আমি ফাইনালে উঠেছি। যদিও দলীয় ইভেন্টের ফাইনালে খেলেছি কয়েকবার, তবে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠলাম দুই বছর পর (আসলে ৩৩ মাস)। এটা আমার জন্য বড় একটি অর্জন।'

সোনার পদক জয়ের আশাবাদ শোনা গেছে তার কণ্ঠে, 'সতীর্থ ও কোচদেরসহ পিছনে থেকে ভূমিকা রাখা সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি, ফাইনালের প্রতিপক্ষের চেয়ে আমার অভিজ্ঞতা তুলনামূলক বেশি। যদিও এটা নির্ভর করে নির্দিষ্ট দিনে আমার পারফরম্যান্সের ওপর, তবে দেশের পক্ষে সোনার পদক জেতার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।'

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

2h ago