বাগেরহাটে মাছের ঘেরে বাঘ, আতঙ্কে গ্রামবাসী
বাগেরহাটের শরণখোলা উপজেলার খেজুর বুনিয়া গ্রামে বাঘ উদ্ধারে অভিযান চালাচ্ছে ভিলেজ টাইগার রেসপন্স টিম। আজ শুক্রবার রাত সোয়া ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
গতকাল রাত সোয়া ৯টার দিকে স্থানীয় বাসিন্দা শাহীন খানের মাছের ঘেরে বাঘ দেখা গেছে এমন খবর ছড়িয়ে পড়ে। এরপর গ্রামবাসী মাছের ঘেরের দিকে আসতে শুরু করে। অনেক খুঁজেও বাঘ না পাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিন সকাল থেকে বনরক্ষীরা ওই গ্রামে বাঘের সন্ধান করতে শুরু করে।
শাহীন খান দ্য ডেইলি স্টারকে বলেন, আমি আমার বাবাকে নিয়ে রাতে মাছের ঘেরে গিয়েছিলাম। দূর থেকে মনে হচ্ছিল কিছু একটা শুয়ে আছে। একটু এগিয়ে দেখি বাঘ। আমরা ভয়ে জড়সর হয়ে লোকজন ডাকতে থাকি। লোকজন লাইট নিয়ে আসতে শুরু করে এবং মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, এর মধ্যে বাঘ পালিয়ে যায়।
শাহীন খানের বাবা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন খান বলেন, খেজুর বুনিয়া গ্রাম সুন্দরবন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে। মাঝে রয়েছে ধানসাগর গ্রাম ও ভোলা নদী। আমাদের পাশের গ্রাম ধানসাগরে অনেক বার বাঘ এসেছে। আমাদের গ্রামে অনেক বছর পরে বাঘ এলো। জনগণ আতঙ্কিত কিন্তু আমরা বাঘ ধরতে বা মারতে চাইনি। আমরা মাইকিং করেছি যাতে বাঘটি দ্রুত বনে ফিরে যায়। আমরা বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদেরও জানিয়েছি।
পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন অফিসার আব্দুস সবুর বলেন, বাঘ দেখা গেছে জানার পরে আমরা জায়গাটি পরিদর্শন করেছি। বাঘ যেখানে শুয়ে ছিল বলে জানানো হয়েছে সেখানকার মাটি খুবই শক্ত। সেই কারণ বাঘের পায়ের ছাপ পাওয়া যায়নি। আমরা আশেপাশের সব জায়গা খুঁজে দেখেছি কিন্তু বাঘ পাইনি। বনরক্ষীরা ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা ওই এলাকায় আছেন। আমরা বাঘটিকে বনে ফিরিয়ে আনার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।
Comments